প্রেমের কবিতা ~ দেবাশীষ ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে

আমার পারদে তোমার উষ্ণতার ঠাঁই।

নির্যাসটুকু বুকে ভরে বেঁচে আছি চিরকাল।

এ শরীর চিরমগ্ন কথা -আমার দৈন্যতা ভিখিরিপনাকে প্রশ্রয় দেয় আরও ।

আমার ভালোবাসা দেখে হিংসা করে গভীরও।


।।২।।


তোমার কাছে নগ্নতা - চামড়া, মাংস ,ক্ষত,

আমার কাছে নিজেকে খুঁজে পাওয়া

তোমার চিবুক থেকে স্তন ছুঁয়ে যোনী পর্যন্ত আমার নিঃশ্বাস অক্ষ্যত ।


।।৩।।


আমি বিদ্রোহী নোই কুলাঙ্গার সাম্যবাদী নিশ্চুপ পদাতিক দূত।

আমি চেতনায় ঘুমিয়ে পড়েছি রোজ পিছিয়ে যাচ্ছে ভাবনারা অদ্ভুত।

কখনও জেগে উঠি প্রান্তিক যন্ত্রণা দেয় আলো -

তোমাকে যতোবার দেখেছি নিরালায় - 

গা ঝাড়া দিয়ে উঠি, পৃথিবীকে বেসেছি ভালো ।


।। ৪ ।।


আরও তীক্ষ্ণ হও আরও আঙ্গিকে প্ররোচনায় আবেগ জুড়ে কর্মরত,

আমার অপেক্ষারা রোজের গল্প বলেনা ,

আমার ইচ্ছেরা করুণ মন বুকে ধরে বাঁচে  

শতভাগ ফিরে যাওয়ার মতো হলেও

আপন করে নিও সব ক্ষত।


।।৫।।


তোমার নিরপেক্ষ চেয়ে থাকা, অদ্ভুত দুচোখে মায়াবী ইতিহাস গড়ে চলে প্রজাতি,

ঠোঁট থেকে শিরার শিহরণ পর্যন্ত গতি,

নিদারুণ আল্লাদি হয়েছে ইদানিং ফেনিল বিশ্বাস জুড়ে থাকা

এ পৃথিবীর সবটুকু ছায়া তোমার ভালোবাসায় রাখা।


।।৬।।


ঠিক হয়ে যাবো দেখে নিও - 

সুস্থ হবো একদিন,

আমার নাব্যতা জুড়ে ঝড়ের ব্যস্ততা 

তুমি তো বলেছিলে গোপন ইচ্ছে গুলো যন্ত্রণা দেয় আরও

যতোবার গিয়েছি তোমার ভাবনার কাছাকাছি

সুস্থ হতে চাই। জীবনকে বেসেছি ভালো ।


।।৭।।


সুখ টুকু নিও যন্ত্রণা আমার থাক,  

এই আকাশে পরিযায়ী পাখি - 

মেঘের কালো হয়ে আসা,

আমি গাছের মতো ছড়িয়ে দিয়েছি মাটি পর্যন্ত নিজেকে সরাসরি,

তুমি ছায়া হয়ে বাঁচো - 

দুজনে নিঃশ্বাস নেবো সুস্থতার।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ