পোস্ট বার দেখা হয়েছে
যদি পারো একটা হলুদ পোস্ট কার্ড পাঠিও আমার ঠিকানায়।
ই -মেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিংবা টেলিগ্রামে, বিজয়ার শুভেচ্ছা - বার্তা পাঠাতেই পারো, নিশ্চয়ই গ্রহণ করবো আমি।
নীলকন্ঠ পাখি কৈলাসে উড়ে যাবার পর, মায়ের অনুপস্থিতিতে যখন মন খারাপ হবে আমাদের। তোমার পাঠানো প্রতীক্ষার সেই চিঠি, হয়তো বয়ে আনবে এক চিলতে শুভেচ্ছার আলো।
তোমার হাতের লেখা, তারিখ সহ স্বাক্ষর যত্নে রেখে দেবো আমি।
তোমার প্রাণময়তা, স্মৃতি হয়ে থাকবে আমার কাছে।
এত মেসেজের ভীড়ে একটা পোস্ট কার্ড পেতে আজকাল ইচ্ছে করে খুব।
আমিও চাই তোমাকে শুভেচ্ছা জানাই পোস্টকার্ড, হলুদ খাম বা ইনল্যান্ড লেটারে। হয়তো ফাইভ-জি প্রযুক্তির যুগে কেউ আমাকে বলবে ব্যাকডেটেড। তাতে কিছু যায় আসে না। নিয়মিত চিঠি লিখব আমি।
তুমি সুস্থ থেকো, সবুজ থেকো, এটুকুই প্রত্যাশা আমার।
পোস্টকার্ড না পেলে অন্তত কুরিয়ারে পাঠিও চিঠি।
তবু চিঠি দিও, ভালোবেসে,
বাংলায়।
চিঠির শুরুতে অবশ্যই লিখো
" শ্রী দুর্গা সহায় "
লাল কালিতে প্রতি বিজয়া দশমীতে লিখো, অন্ততঃ একবার।
---------------------------------------------
০২.১০.২০২৫, কোলকাতা
0 মন্তব্যসমূহ