পোস্ট বার দেখা হয়েছে
প্রতি বছর আসে পুজো হইহুল্লোড় আকাশ চারি
নতুন জামা, নতুন জুতো,আলোর সাজে পাল্লা ভারী।
প্রতিবছর আসে পুজো, মন্ডপে যাই মন্ত্র পড়ি
আমার আমির মলিনতা লালন করেই সমাজ গড়ি।
সম্প্রীতির এই আয়োজনে অঞ্জলি দি প্রতিমাতে
ঘরের দুর্গা ধর্ষিতা হয় বিচার কাঁদে মধ্যরাতে।
প্রতিবছর আসে পুজো কম্পিটিশন, বাজে মাইক
থিমের চমক বিজ্ঞাপনে, উপচে পড়ে কমেন্টস, লাইক।
অন্ধকার কাটবে কবে, সুশাসন যে স্বপ্নবিলাস
মধ্যযুগের পদধ্বনি হাওয়ায় ভাসে বারুদ ত্রাস !
দুর্নীতি আর আগ্রাসনে বিশ্বপ্রাণে বিষাদ-শোক
মায়ের কাছে প্রার্থনা আজ সব অসুরের বিনাশ হোক।
হোক না পুজো শুদ্ধ মনে, অঙ্গীকারে সবার হাসি
সত্য ন্যায়ের প্রতিষ্ঠাতে বিভেদ মুছে ভালোবাসি।
0 মন্তব্যসমূহ