প্রেম চিরন্তনী / জয়দীপ চট্টোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে

ডিলিট 

---------

মেমরি ফুল। বারবার সতর্ক করছে চলভাষ। তবু গ্যালারি থেকে মুছে ফেলতে পারছি না তোমার একটাও ছবি।


উদারতা

------------

কত দয়ার শরীর তোমার। অনুচ্চার লাবণ্য উপচে পড়ছে তোমার মোম শরীরে। পথিক তৃষ্ণার্ত আজ। একটু উদারতার নজির রাখবে না তুমি !


আরতি 

----------

মঙ্গল আরতির পর আশীর্বাদী উত্তাপ নিলাম। সহসা ভেসে উঠলো তোমার মুখ। 

পঞ্চপ্রদীপের দিকে আবারো এগিয়ে গেলাম। তুমি ভালো থাকো, সবুজ থাকো, এটুকুই প্রার্থনা আমার।


বন্ধন 

--------

যতবার ভেবেছি সরে যাব, ততবারই আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে গেছি।


মায়াজাল 

--------------

তোমার মনে রোদ উঠলে, বৃষ্টিপাত হলে, কিংবা কুয়াশায় ঢাকলে পথ, আমি বহুদূর থেকে বুঝতে পারি।


আত্মজন

--------------

তোমার চোখে চোখ রাখলে অচেনা থাকো না। আমার অনন্ত প্রিয়তাকে আমি প্রবলভাবে খুঁজে পাই।


দোলাচল 

-------------

আমার জীবনে যতই অনিবার্য হয়ে উঠছো, তোমাকে হারানোর এক অজানা ভয়, ততই তুলতে চাইছে মাথা। এত দোলাচল নিয়ে কিভাবে বাঁচি বলো!


চুম্বন 

------

তুমি একবার অনুমতি দিলে নীলকন্ঠ হয়ে শুষে নেব, তোমার সারা জীবনের সমস্ত ব্যথা। কথা দিলাম।


ইচ্ছেপত্র

------------

যেদিন চলে যাব, মুখবন্ধ খামে আমার বুকের ওপর রেখো চিরন্তনী ভালোবাসার কিছু স্থিরচিত্র।


খোঁজ

--------

ঘুমের মধ্যেও আমার হাত তোমাকেই খুঁজে চলে বারবার। আমি জানি, আর একমাত্র জানে আমার ঈশ্বর।


প্রেম 

------

কখনো রাগ হয়। অভিমান তার অবুঝ শাখা- প্রশাখা বিস্তার করে। কিন্তু তুমি সামনে এসে দাঁড়ালে সব ভুলে যাই।


ভালোবাসার গল্প 

-----------------------

ব্যস্ততা বাড়ছে। যে যার মতো ছুটেই চলেছি। কতদিন চোখে চোখে কথা হয় না আমাদের। পরিচর্যার অভাবে দেখো সবুজ মন দুটো কেমন রুক্ষ, ধূসর হয়ে যাচ্ছে প্রতিদিন। 

লিখবে একটা ভালোবাসার গল্প ?


শীতপোশাক 

-----------------

শীত আসছে। যদি সোয়েটার বুনতে পারতাম, নিজের হাতে তোমার জন্য একটা রামধনু রঙের শীতপোশাক বানাতাম। তোমার শরীর ছুঁয়ে থাকতো আমার আদিগন্ত উষ্ণতা....


বন্ধন 

-------

যত দূরেই যাও। ব্যস্ততায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকো। মনে মনে একান্তে কথা হয় আমাদের। আমার চেনা গন্ধকে ঠিক অনুভব করি আমি।



প্রেম চিরন্তনী 

-------------------

একমাত্র তোমার কাছেই শেষবার অনুমতি প্রার্থনা করবো। পুজোর উপচার সাজিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর পেয়েছি তোমাকে। আজ মৃত্যুকেও তুচ্ছ মনে হয়।


---------------------------------------------

প্রেম চিরন্তনী 

ত্রিভাষিক প্রেমের কবিতা সংকলন থেকে। 

Copyright reserved.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ