অপ্রকাশিত কবিতা ~ দেবাশীষ ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে

শেষ খুঁজতে গিয়ে শেষে,
চলেছি নিরুদ্দেশে - 
কোথাও ভেসেছে অজানা জাহাজ,
শুরুর গল্প বলে জীবন সুদূরে ভেসে ।

নবীন যতো কথা, শরীর জুড়ে খুঁড়ে চলে দিশা ;
হতাশা বাদ দিলে যা কিছু - আমায় প্রতিদিন করে পিছু,
আসলে ভালোবাসা।

ইচ্ছে বিরুদ্ধ সকাল, সূর্যের অচেনা আলো,
আমার জন্য নয়,  আমি রাতেও সূর্য রাখি কাছে,
আমার প্রত্যেক শেষের দিশায়- আগামী জেগে আছে।

২.
ভিতরে আরেকটা ভিতর , 
গভীরে আরও গভীরতা ;
কথার আবেশে মন ভালো হয় - 
চলে যাওয়া সব ঘুম,  
একাকী পৃথিবীর পাশে,
আমার অবকাশে,
ইচ্ছে বিরুদ্ধ সব ব্যথা ;
আরও ভেসে যাওয়া,  আরও স্রোত -
কথার ভিতরে জন্ম নেয় যেমন কথা ।

৩.
আমি মৃত্যু নয়, আমি শোকের কেউ হই না,
আমায় চেনেনা প্রাপ্তির সকাল গুলো,
আমায় কেনো গুলিয়ে ফ্যালো।

আমায় কেনো রেখে দাও দেরাজে,
আমায় আঁকড়ে থাকো শিকড়ের মতো -

আমার শরীর জুড়ে ক্ষত,
আমার সময়ময় ছুটে চলা পথ কতো শত,

এটুকুই জীবনের পথচারী - 
আমি পৃথিবীর কেউ নোই -
সীমানায় নেই আমার বাড়ি ।

অসীমের ভাষা - 
আমি ইচ্ছে চাষা।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ