পোস্ট বার দেখা হয়েছে
অনেকদিন দেখা হয় না।
মুখোমুখি কথা হয় না আমাদের।
তুমি ভালো নেই জানি,
তাই হয়তো আমারও মনে বাসা বেঁধেছে অজানা অসুখ ।
তুমি একবার বলেছিলে - সব জিনিসের মেয়াদকাল থাকে ।
ভালোবাসার কি কোনো এক্সপেয়ারি ডেট হয়, বলো!
তবু প্রতিটি সম্পর্ককে মাঝে মাঝে রিনিউ করতে হয়।
নিত্য-নতুন পোষাকে সাজিয়ে, পারফিউম দিয়ে সেলিব্রেট করতে হয়।
আমি বলেছিলাম সম্পর্কগুলো স্থির নয়, চলমান। তাদের পায়ের নিচে সর্ষে। এই যেমন তুমি, এই রোদ তো পরক্ষণেই তুমুল বৃষ্টি।
এই কথার ফুলঝুরি তো এই মৌনী হিমালয়।
তোমার রাগ ভাঙাতে কতবার যে আমাকে দেবাদিদেবের স্মরণাপন্ন হতে হয়েছে তা শুধু আমিই জানি।
আমার কথা শুনে খুব হেসেছিলে সেদিন।
তোমার এই জ্যোৎস্না হাসি চিরকালীন প্রত্যাশা আমার। তবু ইদানিং বড় ভয় হয়, যদি কোনো প্রলয় বিচ্ছিন্ন করে দেয় আমাদের। আমি অপেক্ষা করে থাকি কফি হাউসে তুমি আসবে বলে। আমি পায়চারি করি মধুর ক্যান্টিনে তোমার প্রতীক্ষায়। আমি স্মরণিকা ট্রামের রেস্টুরেন্টে বসে থাকি তোমার পথ চেয়ে। আমি কবিতা ক্যাফেতে ছুটে যাই আমার সদ্য লেখা কবিতায় তোমাকে স্বাগত জানাবো বলে।
আমি ব্যস্ততম রেলস্টেশনে একটার পর একটা কফি শেষ করি তোমার অপেক্ষায়।
তুমি আসছো....
আমি দিন গুনি কবে তুমি সমস্ত কুয়াশা সরিয়ে, বেরিয়ে আসবে উদ্ভাসিত আলোয়...
ইদানিং আমি ভুল করে বিপরীতমুখী ট্রেনে উঠে, নিজের কাছেই লজ্জায় মুখ লুকোই।
কখনও গন্তব্য ছাড়িয়ে যায় দ্রুতগামী বাস।নতুন লেখাগুলো কেমন যেন স্বস্তি দিচ্ছে না আজকাল।
অনেকদিন দেখা হয় না । মুখোমুখি কথা হয় না আমাদের। তোমার চোখের তারায় দেখা হয় না শঙ্খচিলের উড়ান। নিবিড় করে পাই না আমার চিরচেনা গন্ধ।
তুমি ভালো নেই জানি। তাই হয়তো আমারও মনে বাসা বেঁধেছে অজানা অসুখ।
0 মন্তব্যসমূহ