পোস্ট বার দেখা হয়েছে
পুজো মানে শরৎ আকাশ শিউলি রাশি রাশি
পুজো মানে মেঘ রোদ্দুর উতল প্রাণে বাঁশি।
পুজো মানে নতুন জামা মহালয়া, গান
পুজো মানে ঢাকির বাদ্যি ঘরে ফেরার টান।
পুজো মানে নয় তো শুধু মাতৃ আরাধনা
পুজো মানে সম্প্রীতির এক আলোর সেতু বোনা।
পুজো মানে সেলফোনেতে রঙিন এস.এম.এস
পুজো মানে মিলনমেলা স্বপ্ন সমাবেশ ।
পুজো মানে আকাশ নিচে প্রাণের আলাপন
পুজো মানে প্রীতির শপথ ধন্য গৃহকোণ ।
পুজো মানে সবার খুশি এগিয়ে চলার গান
পুজো মানে ঊষার পরশ রাত্রি অবসান।
পুজো মানে উৎসব এক জেগে থাকা রাত
পুজো মানে প্রদীপ নিচে থাকুক গরম ভাত।
পুজো মানে আকাশ জুড়ে সোনা রোদের হাসি
পুজো মানে বেড়া ভাঙার স্বপ্ন বাজায় বাঁশি।
---------------------------------------------
রচনাকাল ২০০২
Photo courtesy - facebook
0 মন্তব্যসমূহ