পোস্ট বার দেখা হয়েছে
স্বাধীনতা মানে কি কথার কথা,
এই অর্থে কেউ নেই হত্তাকত্তা।
সবার উপরে মানুষ সত্য,
তাহার উপরে নাই।
স্বাধীনতার মূল অর্থ এই কথায়।
কোটি প্রাণ, কোটি রক্ত বিন্দু,
হেনেছে হাহাকার।
সবার স্বার্থ ত্যাগের মূলে,
স্বাধীনতায় দরকার।
স্বাধীনতা মানে শুধু মুক্ত আকাশ নয়,
এটা আমাদের মর্যাদা, আমাদের পরিচয়।
দেশ মাতৃকাকে ঘিরে আমাদের অস্তিত্ব,
তাঁর মান রক্ষা করায় আমাদের প্রধান কর্তব্য।
তাই আসো আজ আমরা, হাত রাখি হাতে,
গাই স্বাধীনতার গান, চিরদিনের সাথে।
স্বাধীনতা মানে আশা, মানে মুক্তি-পথ,
মানবতার গানে ভরে প্রতিটি শ্বাস-প্রশ্বাস।
তাই গাই আজ সবাই মিলি বিজয়ের গান,
ত্রিরঙা পতাকায় থাকুক চিরদিন প্রাণ।
0 মন্তব্যসমূহ