পোস্ট বার দেখা হয়েছে
গভীর রাতে মূর্তিগুলো চলে যাচ্ছে
তারা প্রবেশ করেছে একটি বিকৃত গ্ৰহের মধ্যে
জাদুঘর
একটি নম্র ভাস্কর্য
যেখানে দেশ ভাঙা হয়েছিলো সেখানে তারা কবরের ভেতরে কবর খুঁড়ছিলো
তাদের কোমর আর হাঁটুর মধ্যে শহীদবেদীগুলো ছিলো এবং সেগুলোকে তারা মাটি চাপা দিলো
ইতিহাসের অন্ধকার
স্বাধীনতার সুবিশাল বৃক্ষ
সীমান্তে পাখির ডানার শ্বেতপত্র
অভিবাসী আকাশ
এখন আমরা পার হচ্ছি গলার নলিকাটা নদী
যেখান দিয়ে শুধু রক্ত প্রবাহিত হচ্ছে দিকশূন্য
আমার অসুখ
সামনে সারিসারি প্রবালের আঙুল
-----
0 মন্তব্যসমূহ