কবিতা গুচ্ছ ~ গায়ত্রী ভাদুড়ী




পোস্ট বার দেখা হয়েছে

প্রতিফলন 


রোদ লিরিকের গন্ধমোহ 

জারুল সংলাপী।

নৈ:শব্দের অর্থ কী আর 

নীরবতায় মাপি?


মৃদুল বাতাস মেঘমন্দার 

একান্ত ভায়োলিন,

অন্যমনা বিরান বেলা

বিষাদ বেদুইন। 


ছদ্মবেশী ইরার ছায়ায়

ভোকাট্টা ঘুরি শত,

পেন্ডুলামে গুনছে সময়

অস্তিত্বের ক্ষত।


আরশিতে মন ক্ষীন উদ্ভাস

জলছবিতে দন্দ্ব 

প্রতিফলনে নিজের খোঁজে

প্রশ্নবোধক ছন্দ।

                  =======

কঠিন


ঘুলঘুলি দিয়ে মরিচীকা গোধূলি ঢুকে পড়ে স্নায়ুতে।

মনে পড়ে স্যাটেলাইট খোঁজা এক একটা অগোছালো দিন।

চিন্তা মোড়ানো পল রাস্তা হয়ে যাওয়ার পর আর সেতার ধরো নি মিথ্যাবাদী বসন্ত।

ইউরেনাস বোতামের নীচে যোগ বিয়োগের কুঁড়ে ঘরে বিমূর্ত ট্রাফিকজ্যাম তুলে রাখি

এই চমকে ওঠা নি:শব্দ নীলাভ দৃষ্টিপাতের মেরুদন্ড মহাকাশ সাজানো জোনাকি খেয়ালে গাছেদের ঢেউ পোষা ছায়ার আত্মভাষা।

সরগম আঁকা দেওয়ালে পোড়ে সুর-স্বর আঙুল মরশুম।

অস্পষ্ট দুরে নারী থেকে নদী হওয়া জল ছুঁয়ে পাথরের সিদ্ধার্থ হয়ে উঠি

চশমা পরা রাতের কাছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ