পোস্ট বার দেখা হয়েছে
বিবর্ণ প্রত্যাশা
লড়াই, লড়াই, লড়াই চাই,
ছোট্ট থেকে এই কথাটাই-
শুনেই শুধু গেলাম ভাই।
তকমাটা তো লাগানো আছে,
নিম্ন মধ্যবিত্ত;
জীবন শুধুই হতাশাতে-
হয়েছে সম্পৃক্ত।
রাস্তা ভেজে আমার ঘামে;
বৃষ্টি এলে জল জমে;
তবুও লড়াই চলতে থাকে-
দেবতা তাতেই তৃপ্ত।
মুক্তি চাই,
যতই চেচাই-
নিস্তার তো নেই রে ভাই,
সান্ত্বনা শুধু চলতে থাকে
লড়াই, লড়াই, লড়াই চাই।
=====
কালো
জীবন আমার সাদা ক্যানভাসে,
বিবর্ণ এক ছবি-
রঙের প্রলেপ ছিল একদিন,
উঠে গেছে আজ সবই।
মন চায় তাই রঙীন আকি,
সাময়িক এক সুখ-
উজ্জ্বলতার সাক্ষী থাকে,
কালিমালিপ্ত মুখ।
তবু থাকুক রঙ, তুলি,
রকমারী জল রঙ,
রঙ্গমঞ্চের পুতুল হয়ে,
দিন কাটায় এক সঙ।
0 মন্তব্যসমূহ