কবিতা গুচ্ছ ~ড. শমিতা ভট্টাচার্য




পোস্ট বার দেখা হয়েছে

লিখে যাও

 

সুখে দুঃখে নিদারুণ ঝড়ে

কলম থেমে রেখো না গো মেয়ে

লিখে যাও , যাত্রা পথের পদধ্বনি


কাঁটার মহোৎসব এ জীবন

ফুল নিয়ে এলো যাঁরা

মনের কাঁটা ঢাকছে তারা

তুমি দেখো না ,ওই নয়ন পানে

তুমি হারিয়ে যাবে ,জড়িয়ে যাবে

আঁকড়ে ধরা গাছের শেকড়ের মত

মিথ্যে কিছু মনিহার ছুড়ে ফেলে দিয়ে

ওগো মেয়ে লিখে যাও ,শুধু লিখে যাও।


ভালোবাসার বুকে শুয়ে যে আত্মহানির সংযম

সেটা প্রেমের মোড়ক ঢাকা বিতৃষ্ণার বিষ..

প্রতিটি অন্দরে অন্তরে তার একই ছায়া

মিথ্যে সব আশ্বাস , বিশ্বাস , নিদারুণ মায়া

তুমি হাজার বার ভেঙে যাও ,চৌচির হও..

তবু সমর্পণ করো না ওই স্বার্থপর বুকে

কলমের মুখে তোমার স্তব্ধতা জানান দিক

অপ্রেমিকের শহরে তোমার মন কলমে

বিদ্রোহের আগুনের সাথে আজও ...

হ্যাঁ ,আজও এক পেয়ালা প্রেম বেঁচে আছে।।

=====


ফুরিয়ে যাবার আগে

 

ফুরিয়ে যাবার আগে

একটিবার এসো...

ওই গন্ধরাজ ফুলের গাছে

দেখবে একটি ফুল অসময়ে ফুটে আছে

দু পা এগোলেই তো স্রোতস্বিনী

বাঁধানো ঘাটের বাঁ পাশে একটি দীর্ঘশ্বাস

হাওয়ার সাথেই মিশে আছে..

শ্বাসটি জানে তুমি ঠিক চিনে নেবে

আজন্ম সেই অভিমানের ভাষা

যাঁকে কেউ দেখেনি ,কেউ চিনেনি

সেই বুনো ফুলের গন্ধ তোমার নাকে লাগবে

তুমি একটু এগিয়ে যেও ঝোপের দিকে

ফুলটি বলবে অনেক কথা.....

যা কখনো অপরিচিতা বলতে পারেনি

ফুরিয়ে যাবার আগে সেই নীল রঙের

বুনো ফুলের সাথে বন্ধুত্ব পাতাও

দেখবে অগণিত বান্ধবীর মত

সে তোমার মূল্য অর্থের বিনিময়ে তুলবে না।

পাশের গায়ে গোধূলী বেলায়..

পিদিম জ্বেলে যে নতুন বউ তুলসী তলায়

তাঁকে একটিবার জিজ্ঞেস করলেই

পাবে আমার ঠিকানা...

সন্ধ্যা ঘনিয়ে এলে ওই তারার দেশে

একটি চিঠি দিও কেমন ?

তুমি হয়তো জানোই না...

আমায় কেউ কখনো পত্র লিখেনি।

===

 নেই শুধু কবি


অন্তহীন মানুষের ভিড়ে

 খুঁজে ফিরি আকাশের ছায়া

এত ভীড় তবু একা লাগে

জাগে শুধু অধরার মায়া।।


কান্নায় মাথা রাখি

এমন সবুজ ঘাস পাইনিকো খুঁজে

কংক্রিটে ভরা সব মন

আমি একা খুঁজি সেই বন।


আজও ভালোবাসেনি যে কেউ

 ভালোবাসা মুখোশের ঢেউ

দেহ - রং বদলের ছবি...

কাব্যময় ভূঁয়ে দেখি নেই শুধু কবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ