পোস্ট বার দেখা হয়েছে
কাটিয়ে দিয়েছি লৌহরাত
এখন ফাগুনের বনে এসো, হৈমলতার যোনিতে এসো
সে বড় বিরহকাল! পেঁচানো লেহনরূপে
মেঘের পিয়ানো-শোক
বাজে টিং টিং ঝোরো হাওয়া
মাদলে মাদল, নেশাতুর ঊরুর ওপর বসেছে পিহুরাগ
উথলি সংগীত আমার, এসো ফিরে বন্দররতা যাত্রী, এসো হে
কতদিন পর রৌদ্রমুখী হই, দেহ দু’টি বিষাদপিঞ্জর
=====
অপার্থিব ক্যাসিওপিয়া
তুমি কি জন্মেছ আর?
নাকি নির্বাণ চাইছ এখনও
যদি চাও মাটিতে এসো, মাটি মাটি হও,
ঘাঁটাঘাঁটি করি অধর তোমার, স্পর্শসুখ
লিলিফুল জড়ানো স্থাবর, অপার্থিব ক্যাসিওপিয়া
বিপুল হাস্যরূপ, নদীর খোলা ধার, গুল্মপাতা
এসব ফেলেছ বহুকাল, অনন্তযুগ, মনে নেই সব
শুধু ধরনীখেলা, এসো ধানপথ বেয়ে
অপার জ্যোৎস্নায় হাঁটি শেষ অবেলায়
এখনই বিপথ চেও না তুমি, নির্বাণ বড় নিদ্রাবিলাসীময়
======
স্খলনপ্রপাত
আমার অন্তরীক্ষে যাওয়া হল না
সবকিছু তুচ্ছ করে, হৈ হুল্লোড়, বাজিমাত করে
ভেবেছিলাম দিগন্তের পেট ফুঁড়ে ঠিক উড়ে যাব
পৃথিবীতে এখন বজ্রপাত হচ্ছে, স্খলনপ্রপাত
দিকে দিকে রাতের দরবার খুলে অগ্নিঝলক , দাপট
আমার নক্ষত্রখচিত বমি শুরু হয়েছে
সমস্ত কালপুরুষ, মহাতরঙ্গগুলির অযথা উদগীরণ
শক্তি হারাচ্ছি ক্রমশ…
এমন উৎকন্ঠাময় রাতে কী করে যাবো মহাকালের ভিতর?
0 মন্তব্যসমূহ