দৃষ্যকাব্য : পৃষ্ঠা ১




পোস্ট বার দেখা হয়েছে

বর্তমানে দৈনন্দিন জীবনে, সমাজে, শিক্ষায়, প্রচারে,  প্রসারে, আনন্দে - শোকে, খবরে - শখে,  ফটোগ্রাফি এক গুরুত্বপূর্ণ অধ্যায় । মুঠো ফোনের ব্যবহার সেই প্রক্রিয়াকে যথেষ্ট গতি দিতে সক্ষম।  
এই বিশেষ বিষয়কে আপনাদের সামনে তুলে ধরতে আমাদের এই বিশেষ এবং সর্বপ্রথম প্রয়াস ফোটোগ্রাফি পত্রিকা - "দৃশ্যকাব্য " ।

তথ্যভিত্তিক আলোচনার পাশাপাশি আপনাদের সৃজনশীলতা কে তুলে ধরা আমাদের প্রচেষ্টা।
আপনাদের ভালোবাসা পাথেয়।

।। ভূমিকা ।।

Photos একটি গ্রীক শব্দ – যার অর্থ হলো Light অর্থাৎ এবং Graphos – যার মানে হলো Drawing মানে আঁকা…..তাহলে Photography মানে দাড়াচ্ছে আলো দিয়ে আঁকা….এক কোথায় যেটা আমরা সবসময় শুনে থাকি “আলোকচিত্র”। 

ছবি : পারমিতা রাহা হালদার

আপনি যদি আলোকচিত্র ধারণ করতে চান – মানে ফটোগ্রাফি করতে চান তাহলে সবার আগে আপনার মাথায় থাকা লাগবে – “আমি কেন ফটোগ্রাফি করব?”…”আমি কি ধরনের ফটোগ্রাফি করব?”….এইটা না যে “আমি কোন ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করব…?”

ছবি : গদাধর দে

যখন প্রথম ফটোগ্রাফি শুরু হয় তখন একটা কালো বাক্সের মধ্যে একটি পিন দিয়ে ফুটো করে সেটার মধ্যে দিয়ে যা আলো আসত সেই আলোটাকে একটা আলোক সংবেদনশীল কাগজের উপরে আলোর বিক্রিয়া ঘটিয়ে সাদা কালো ফটো তুলা হত – সেই প্রাচীন ক্যামেরার নাম ছিল “PINHOLE (পিনহোল)” ক্যামেরা। 

ছবি : সবুজ সরকার 



( পরবর্তী পৃৃষ্ঠা দেখুন ............)


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ