দৃশ্যকাব্য : পৃষ্ঠা ১০




পোস্ট বার দেখা হয়েছে


।। ক্যামেরার ইতিহাস ।।

ছবি : ভারতী দাস 

শুরুর দিকে মানুষের অবয়ব, বিভিন্ন শখের বস্তু, ইমারত ও নৈসর্গিক দৃশ্যকে ধরে রাখার জন্য নানা উপায়ে চেষ্টা চালানো হতো। এক পর্যায়ে শুরু হয় কলম ও রঙ-তুলির ব্যবহার। তারপর কাপড়, কাগজ ও পাথরের ওপর ছবি আঁকার প্রচলন শুরু হতে থাকে। 

ছবি : মাধুরী সাহানা 

স্মৃতি রক্ষার্থে মানুষের ছবি, ইতিহাসখ্যাত ইমারত, ঐতিহাসিক বিভিন্ন দৃশ্য ও শখের বস্তুকে কলম অথবা রঙ-তুলির সাহায্যে ক্যানভাসে ধরে রাখার চেষ্টা চালায় মানুষ।


ছবি : দেবাশীষ ভট্টাচার্য্য 

এভাবে ধীরে ধীরে তৈরি হতে থাকে বড় বড় চিত্রকর, যারা সৃষ্টি করেন ইতিহাসখ্যাত চিত্রকর্ম। এরপর মানুষ ভাবতে থাকে ছবির বিষয়টিকে কীভাবে আধুনিকতার সংস্পর্শে আনা যায়।

( পরবর্তী পৃষ্ঠা দেখুন .....)




একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. Wow...😱 I saw every picture, Dada, I didn't need to look at it carefully at all, such a beautiful picture, you are organizing a really great one, sincere congratulations and best wishes.
    Sincere thanks to you and all the talented artists who participated.
    Many thanks...💐

    উত্তরমুছুন