দৃশ্যকাব্য : পৃষ্ঠা ৫




পোস্ট বার দেখা হয়েছে


।। ইতিহাস ।।


ছবি : সংগীতা ভদ্র কর্মকার

১৮৩৪ সালে ব্রাজিলের ক্যাম্পিনাসে হারকিউলিস ফ্লোরেন্স নামে এক ফরাসি চিত্রকর ও আবিষ্কারক ডায়েরিতে নিজের একটি পরীক্ষার বিবরণীতে "photographie" শব্দটি ব্যবহার করেন।


ছবি : অংশুমান ঘোষ

যতদূর জানা যায়, ১৮৩৯ সালের ১৪ মার্চ লন্ডনের 
রয়্যাল সোসাইটির একটি লেকচারে স্যার জন হারসেল "photography" শব্দটি প্রথম জনসমক্ষে আনেন। যদিও ওই বছরই ২৫ ফেব্রুয়ারি Vossische Zeitung নামে একটি জার্মান সংবাদপত্রে বার্লিনের জ্যোতির্বিদ জোয়ান ফন মেডলার ফটোগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন।

ছবি : টুলটুল দেবনাথ 


( পরবর্তী পৃষ্ঠা দেখুন ..........)


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ