দৃশ্যকাব্য : পৃষ্ঠা ৪




পোস্ট বার দেখা হয়েছে
ছবি : ইঞ্জামামুল হক

অর্থাৎ ভালো ছবি তুলতে ভালো ক্যামেরা নয়, প্রয়োজন সঠিকভাবে দেখার ক্ষমতা। কি দেখছি এবং কিভাবে তা দেখছি। সেই দেখার মধ্যে কতোটা বিশেষত্ব আছে সেটি অনুধাবন করা জরুরী।

ছবি : পার্থ প্রতিম পাল

ছবি তুলতে গেলে হিসেব করে নিন , আপনি পোর্ট্রেট তুলবেন নাকি ল্যান্ডস্কেপ….স্ট্রিট ফটোগ্রাফি করবেন নাকি মডেল ফটোগ্রাফি….ফটো জার্নালিজম এর হাল ধরবেন নাকি কমার্শিয়াল ওয়েডিং ফটোগ্রাফি করবেন? 

ছবি : নাহিদ 

 আগে শুরু করুন – তুলতে থাকুন যা ভাল লাগে তাই। বাড়ির টেবিল এর উপরে পড়ে থাকা কলার ছিলকে থেকে শুরু করে রাস্তায় বসে থাকা একাকী কুকুর, বন্ধুর হাস্যকর পোজ দেয়া থেকে শুরু করে একজন কৃষকের, রোদে জ্বল জ্বল করা পথ ঘাট থেকে শুরু করে বৃষ্টিস্নাত স্নিগ্ধ বিকেলের ফটো।
তুলতে  থাকুন…..

ছবি : রাণা চ্যাটার্জী 

(পরবর্তী পৃষ্ঠা দেখুন ........)

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. Wow...😱 I saw every picture, Dada, I didn't need to look at it carefully at all, such a beautiful picture, you are organizing a really great one, sincere congratulations and best wishes.
    Sincere thanks to you and all the talented artists who participated.
    Many thanks...💐

    উত্তরমুছুন