দৃশ্যকাব্য : পৃষ্ঠা ৩




পোস্ট বার দেখা হয়েছে
ছবি : শ্রীপর্ণা  ব্যানার্জ্জী

এখন একবার ভাবুন তো – ফটোগ্রাফি শুরু করবেন – কিংবা হয়ত অনেকদিন হলো করছেন ফটোগ্রাফি অ্যাওয়ার্ড পেয়েছেন – একজিবিশন জিতেছেন – কিন্তু আপনি পেরেছেন কি এমন একটা ফটো তুলতে – যেটা কালের সাক্ষী হয়ে থাকবে? আজ থেকে এক হাজার বছর পরে সেই ফটো দেখে ভবিষ্যতের মানুষ আজকের পৃথিবীকে কল্পনা করবে?

ছবি : হামিদা বানু
একজন আর্টিস্ট আজ থেকে লক্ষ বছর আগে মাটির সাথে জল আর শিকার করা পশুর রক্ত মিশিয়ে অন্ধকার গুহায় মশালের আগুনের আলোতে গুহাচিত্র এঁকেছিল – সেও এক অর্থে একজন ফটোগ্রাফার। পার্থক্য – সে শিকারের কাহিনীটা লেন্স আর সেন্সরের সাহায্য নিয়ে একটা ফ্রেমে বন্দী করে রাখতে পারে নি – তার কাছে কোনো ফিল্ম ছিল না – ছিল না কোনো মেমরি কার্ড – কিন্তু সে কিন্তু ঠিক পেরেছে – সেই স্মৃতি – 


ছবি : দীপা সরকার

সেই মোমেন্ট তা গুহার দেয়ালে ইতিহাসের পাতায় কালকের সাক্ষী করে রাখতে…..

( পরবর্তী পৃষ্ঠা দেখুন ...........)

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ