আবাহনী / জয়দীপ চট্টোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে


তুমি আসা মানে শরতের কাশফুল

তুমি আসা মানে পেঁজা মেঘ ভাসমান

তুমি আসা মানে মিলনের উৎসব

তুমি আসা মানে রাত্রির অবসান।


অপেক্ষাতেই সারা বৎসর থাকা

মায়ের আশিসে ভরে নেবো অন্তর

বন্দনা গানে নত হবো তাঁর কাছে

ঐক্য- শপথে হাঁটবো পরস্পর।


চারপাশে আজ জমাট অন্ধকার

সংঘাত দিন, বিপন্ন নাগপাশ

মানুষ এখনও নিপীড়িত, হানাহানি

বোধের সূর্য অধরার প্রতিভাস।


তুমি এসো মাগো অসুরদলনী রূপে

পৃথিবীটা আজ সন্ত্রাস কবলিত

মানুষ বড়ই অসহায়, দিশাহীন

আশিসে তোমার মাটি হোক সুবাসিত।


এবার আমার উপচারহীন পুজো

চোখের জলেতে অঞ্জলি আয়োজন

প্রার্থনা আজ বিশ্বের কল্যাণ

সবুজের সাথে পথ হাঁটবার পণ।


অবসাদ মুছে দিও তুমি হাসিমুখ

বেকাররা সব পেয়ে যাক কোনো কাজ

ভন্ড লুঠেরা চিরতরে যাক মুছে

কৃষি ও শিল্পে আলো দিক নব সাজ।


তুমি এসো মাগো, ভাঙা ঘরে চিন্ময়ী

কাঁদছে মানুষ জগতের করো ত্রাণ

আমাদের করো শুদ্ধতা অভিসারী

আবাহনী সুরে বাজুক খুশির গান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ