পোস্ট বার দেখা হয়েছে
আকাশের বুকে একঝাঁক পাখি উড়ে গেলে,
ওদের খুশীতে পাই একবুক প্রশান্তি,
কিন্তু খাঁচায় বন্দী পাখি র কাছে
এটাই স্বপ্ন।
আমার দেশ সর্ববৃহৎ গণতন্ত্র,
তবু ব্যর্থ নিয়মের বজ্র আঁটুনিতে বাধা।
যে শিশুটি ফুটপাত ঘেঁষে বেড়ে ওঠে অবহেলায়,
যে পিতা অপারগ সন্তানের মুখে দু' মুঠো অন্ন তুলে দিতে,
যে নারীর যৌবন হারিয়ে গেছে নিষিদ্ধ পল্লীর অন্ধ কূপে,
তাকে প্রশ্ন করে জানতে চায় কী গণতন্ত্র!
স্বাধীনতার সুখ পেয়েছে কিনা!
তার উত্তরে লুকিয়ে আছে
স্বাধীনতার স্বার্থকতা।
তবুও উদযাপন, তবুও ভাষণ, তবুও নীরবতা,
কারণ প্রদীপের তলার খোঁজ কেউ রাখেনা!
থুরি রাখতেও চায় না!
শেষে তেরঙ্গা রাঙিয়ে যায় রাজনীতির রঙে!
তবু সুগভীরে আমি মুক্তি পিয়াসী,
মুক্ত হোক গণতন্ত্র, মুক্ত হোক জীবন,মুক্ত হোক চেতনা,
মুক্ত হোক বিবেক, মুক্ত হোক প্রতিটি মানুষ,
সার্বিক মুক্তি হোক সকলের অঙ্গীকার।
0 মন্তব্যসমূহ