স্বাধীনতায় ভিটেহারা-রা || কে দেব দাস




পোস্ট বার দেখা হয়েছে

দেখ না চেয়ে সর্বহারা বাঙালি-ছল,কপটে করলো কারা কাঙালি!


ওপারে স্বাধীন রাষ্ট্র-এ পারে ও স্বাধীন সেক্যুলার গনতন্ত্র!

তবু তোদের নেই কোন ঠাঁই-কোথায় গিয়ে প্রাণ বাঁচায়!


বাঙালি সাম্যবাদী,বিশ্বের তরে সদাই কাঁদি!

মোদের গরব, মোদের আশা-বিশ্বশান্তি মোদের ভাষা!


পেলেষ্টাইন, ইউক্রেনে শান্তি আসুক;প্রতিবাদে সোচ্চার মোরা, পায়ে পায়ে মিছিল করি!


শান্তি সেথা কায়েম রহে -আর যেন না রক্ত ঝরে!


বিশ্বশান্তি মাথা ব্যথা;ভালো ভালো, সে তো বড় ভালো কথা!


পাশের রাজ্য,ডিটেনশন ক্যাম্পে-বন্দী যারা;কুড়ি লক্ষের কাছাকাছি!


সবাই হলো অবিভক্ত বাংলা মায়ের বংশধর,সে তো তোরা সবই জানিস!


তবু কেন তকমা তাঁদের বিদেশি-বলিস তোরা কোন সাহসে?

কি সুবাদে, পচে গলে  মরছে ওরা ডিটেনশনে?


তোরা যে সব বুড়ো খোকা, তাঁদের তরে মিছিল কোথা?


ও বাঙালি,তোরা যে আজ কোনঠাসা;বহির্বঙ্গে করছে সবাই কানাঘুষা!

মরবি যখন জানিস তোরা, মরার আগে মরিস কেন!


রক্ত তোদের হয়নি শীতল! জাতির তরে লড়াই চাই-লড়াই করে বাঁচতে চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ