পোস্ট বার দেখা হয়েছে
স্বাধীনতা
স্বাধীনতা মানে স্বপ্নপূরণ
স্বাধীনতা মানে আশা
স্বাধীনতা মানে ভালোভাবে
বেচেঁ থাকার প্রত্যাশা ।
স্বাধীনতা মানে মুক্তি
স্বাধীনতা মানে আত্মহুতি
স্বাধীনতা মানে আমার কাছে
এক দারুণ অনভূতি ।
স্বাধীনতা মানে শুধু খুশি নয়
স্বাধীনতা মানে ত্যাগ
স্বাধীনতা মানে অপরকে সাহায্য করার ,সংগ্রামের ডাক ।
স্বাধীনতা মানে প্রতিকার
বিরুদ্ধে যে কোন অন্যায়,অবিচার
স্বাধীনতা মানে উন্নয়ন
যে কোন দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম।
স্বাধীনতা শহীদের আত্মবলিদান
এদের স্মরণে সকলকে
এক হতে জানায় আহ্বান ।
স্বাধীনতা দিচ্ছে ডাক
সকলে আত্মশক্তিতে উঠে দাঁড়াক।
====
স্বাধীনতা
আমার কাছে স্বাধীনতা
মানে মুক্তির ছোঁয়া
যে কোন পরিস্থিতিতে
অন্যায়কে রুখে দেওয়া ।
আমার কাছে স্বাধীনতা মানে
সঠিক পথে এগিয়ে চলা
সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে
দেশকে এগিয়ে নিয়ে যাওয়া ।
আমার স্বাধীনতা নয় এলোমেলো
শুধু সুখ আর আনন্দে গা ভাসিয়ে চলো
আমার স্বাধীনতা, সংগ্রামের, আত্মবলিদানের,আদর্শের
যে আদর্শ যুগ,যুগ ধরে
মহাপুরুষ ও স্বাধীনতা সংগ্রামীরা
শিখিয়ে এসেছে আমাদের
পরের কারণে মরণেও সুখ
এর মধ্যেই লুকিয়ে আছে স্বাধীনতার স্বরূপ।
0 মন্তব্যসমূহ