দুটি কবিতা || তৈমুর খান




পোস্ট বার দেখা হয়েছে

 স্বাধীনতা


কখনো দেখিনি তাকে তবু মনে হয় আছে

 কোথাও না কোথাও থেকে গেছে

 চলো আমরা সবাই দাঁড়াই

 একটি পতাকার নিচে


 এখানেই গাছ হয়ে জন্মাই

 এখানেই পাখি হয়ে উড়ি

 এখানেই সুখ-দুখ আর বেদনা খুঁটে খাই


 বারবার আলো নিভে গেলে

 পূর্বপুরুষের মুখ দেখতে চেয়েছি 

 আবার নতুন আলো জ্বেলে


 বারবার দৈত্যরা এসে ভয় দেখিয়েছে

 বারবার হিংসাকে তুলেছে বজ্র করে

 ধর্মের প্রদীপে অধর্মের লেলিহান শিখা


 এখনো জীবিত আমরা ঘোষিত সনদে

 চিরদিন আছি ভারতীয়

 মৃত্যুতেও তাই থেকে যাব

 ইতিহাস, আমাদেরও নাম লিখে নিও!


২ |

মহালগ্ন


 নষ্ট হবার আগে কিছুক্ষণ

 আমি জেগে থাকতে চাই


 এই ছোট ঘর আরও ছোট আমার সীমানা

 ভাত খাওয়ার থালা ,জল খাওয়ার গ্লাস 

 স্বাধীনতা দিবসের গান


 আমাকে দেখুক সবাই


 নেতাজির সন্তান হওয়া যাবে না জেনেও

 এই স্যাঁতসেঁতে ভিজে মাটি

 সাড়ে তিনহাত

 আমার ভারতবর্ষ 

মনে মনে আমি ক্ষুদিরাম!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ