স্বাধীনতা || দেবযানী সেনগুপ্ত




পোস্ট বার দেখা হয়েছে

আমরা অনেক কষ্টে অনেক রক্ত ঝড়িয়ে স্বাধীনতা  পেয়েছিলাম ।

আজ তা ভীষণ ই মূল্যহীন, 

দেশের অগ্রগতি হয়েছে, 

কিন্তু,  নেই মূল্যবোধ ।

যে পরিকাঠামো  সৃষ্টি হয়েছে, 

তা শুধুই রাজনৈতিক  দণ্ড ধারন করে।

অর্থনৈতিক প্রবৃদ্ধি সামরিক বাহিনীর সফলতা,

তবুও,  কোথায় যেন এক খামচা , মাটি নেই।

একটা বৃহৎ গহ্বর  হালকা,

বালি দিয়ে  ঢাকা চাপা,

একটুতেই ডুবে  যাচ্ছে  স্বাধীনতার  মানে।

ধর্ষিতাকে আবারও  সম্মান এখনও  দেয় কি সমাজ?

মহাকাশে স্যাটেলাইট ঘোরা মেয়েরা জীবনে সুখী, 

গ্রামের দেশে অনেক লক্ষ্মীরাই জানে না,

অ আ  ক খ কেমন দেখতে,

বাচ্চার জন্ম  দেয়, ঘোমটা তুলে, স্বামীর  লাথি খায়,

আট নয় মাইল দূর থেকে জল আনে।

বরের সেবা করে রাতভোর,

তবু স্বামী  অন্য  বিয়ে করে,

স্বাধীনতা  আবার  আসছে,

তিন রঙা পতাকা হাওয়াতে উড়ছে , মাথা উঁচিয়ে ।

থাকবে ও সগর্বে  যতদিন ভারত আছে ভারতীয়  সামরিক বাহিনীর সফলতার আছে।

 মেয়েদের মনের কান্না গুলো মুছিয়ে ও মোছে না।

জাত ধর্মের ব্যবধান মুছে যাবে হয়তো, 

নারীর স্বাধীনতা আছে আবার  নেইও।

কেমন যেন ওজন মাপার মতন ,

কখনও  এদিক বেশি তো ,

ওদিক কম।

স্বাধীনতার মোহন বাঁশি বাজবে বুকে  সকল ভারতীয়দের ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ