কবিতা গুচ্ছ || সুশান্ত সেন




পোস্ট বার দেখা হয়েছে


 
১ তুমি


তুমি গারদের ভেতর

তাই তোমার সময় তোমার বোধ আলাদা,

তুমি নিয়ম মানতে না চাওয়া প্রতিবাদী

তাই তুমি আলাদা।


তোমার স্নানের জল এক বালতি 

তোমার ছেড়া কুসুম এক আকাশ

মোটা বিছানার চাদর পাঠায় সম বন্দী।


প্রাপ্তিতে চোখের জলে ভাসে পুষ্প নেইয়া।


গরাদের ভেতর তুমি মানুষ না 

তুমি একটা টিকিট ?


তোমার খাবার সাত হাত ঘুরে ঘুরে 

এক ভগ্নাংশ

সে অঙ্ক শেখা যায় না 

পাওয়া যায় অনুভবে ।



২ ভাষা 


বাংলা ভাষা বাংলা ভাষা তোমাকে

রেখেছি হৃদয় জুড়ে মৌচাকে,

প্রতিদিনের বাতাস ভরা মৌতাতে

রসের সুধায় পাখনা মেলে সে মাতে।


কানে কানে কত কথা যায় বলি

জাগায় পুষ্প গন্ধ ধূপের অঞ্জলী,

বিশ্ব জোড়া সিগ্ধ অতুল বৈভবে

সরস্বতীর আরাধনায় সে রবে।


প্রাণ মাতানো অপূর্ব এক শিহরণ

রাখছে ভরে স্বপ্ন ভরা আমন্ত্রণ ।


৩ ভাবনা


অনেকক্ষণ রাস্তায়

খুব জল তেষ্টা খিদেও

আকাশে রোদ্দুর

আশেপাশে কেউ নেই কিছু নেই


নিয়মিত গোলা পড়ছে

মানুষ ত উন্নত 

একটা হাসপাতালেও

প্রভেদ করা যায় না

সমবন্টন ও সহমর্মিতা


প্রজাতন্ত্র ধনতন্ত্র না গণতন্ত্র

না খিচুড়ি

খিচুড়ি অনেক দিন খাই না


অনেক দিন


সমাজতন্ত্র একটা তন্ত্র ছিল বটে



৪ নারী তুমি


নারী তুমি জন্ম আর দিও না 

পুরুষ সন্তান 

যাহাদের লালসার জিন ও লকলকে জিভ 

সাপের মতন।


বেছে বেছে তাহাদের

কালের গহ্বরে ফেলে দাও।


নারী তুমি খুঁজে নাও 

শ্রেষ্ঠতর মানবের জিন।


তা নাহলে পৃথিবীর নানাবিধ অসুখের কাছে

সমর্পণ হয়ে যাবে ভবিষ্যত প্রজন্মরা।


আমরা যে দিশাহারা হয়ে চলা মানুষের ঝাঁক।


৫ গান


সক্কাল হলে ভাই তারা কেন চলে যায়

বল তারা কোথা যায় বল,

রিমঝিম বর্ষায় কি বারতা রেখে যায়

বল তারা কোথা যায় বল।

রাত ভাঙা প্রভাতে আলো ভরা সভাতে

কে যেন রে গান গায় বল।

সক্কাল হলে ভাই তারা কেন চলে যায়

বল তারা কোথা যায় বল।

নদী কেন ফেঁপে যায় দুই কুল কি ভাসায় 

ফসলের স্বাস সম্বল,

বায়ু বয় ধীরে ধীরে নদীর দুপাশ ঘিরে

তারারা কোথায় গেল বল।


___________________

সুশান্ত সেন 

৩২,বি শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০

৯৮৩০২৪২১৩৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ