পোস্ট বার দেখা হয়েছে
অনেক দূর হাঁটতে হবে
অনেক দূর হাঁটতে হবে…
অনেক দূরের যাত্রা…
পার্থিব সব,
পার্থিব সব;
সব এক মাত্রা।
ঘননীল আকাশ যখন দিচ্ছে সাড়া,
নীল ঘন আকাশ যখন দিচ্ছে সাড়া;
তুমি আমায় বলতে পারো অথবা তুমি থমকে দাঁড়াও,
শিশুর মতো চমকে ওঠো,
অথবা তুমি অন্য কোথাও;
অনেক দূরের যাত্রা।
পার্থিব সব
পার্থিব সব
সব এক মাত্রা।
=====
এভাবে ভেবে দেখি
তুমি আসলে না বলে কষ্ট হল মৃদু।
তুমি আসলেও যে ভালো থাকতাম, তেমন ব্যাখ্যা কই?
কথা ছিল তোমার হাত ধরে হাটব সাত সুমুদ্দুর...।
আজ মনে হয়, সে তো কথার কথা।
সামান্য নালাটি ডিঙনো গেল না আমার হাত ধরে,
তার সঙ্গে আবার সাত সুমুদ্দুরের কাহিনী।
ধন্য তোমার প্রেমিক মন, আরোও ধন্য তোমার প্রেমের বহিঃপ্রকাশ।
আমার তোমাকে না পাওয়ার মতো
এই সামান্য ‘না’ নিয়ে পথ চলতে বেশ ভালোই লাগে।
দিব্যি আছি; খাচ্ছি-দাচ্ছি, যখন খুশি ঘুমাচ্ছি,
ভালো লাগে তাই চুল ছাটছি।
নাহ্ জীবনটা মন্দতে যাচ্ছে না; বেশ ভালো লাগে।
তোমার এক্তিয়ার বর্জিত আমার সাধের মানব জনম।
আমি ভালো আছি, এটা লোকে বিশ্বাস করে না।
আসলে বিশ্বাস করানোর তাগিদ টা নেই।
থাক, মানুষ (থুরি) ‘পুরুষতন্ত্র’ অবিশ্বাস নিয়ে বাঁচুক।
অবিশ্বাস নিয়েই তো সব চলছে,
দিব্যি অবিশ্বাস নিয়ে সম্পর্ক; অবিশ্বাস নিয়ে ঘর;
অবিশ্বাস নিয়ে পরকীয়া; অবিশ্বাস নিয়ে সন্তান;
আরোও অবিশ্বাস নিয়ে প্রতিমুহূর্তে নিঃশ্বাস নিচ্ছে…
করা ওরা! ওরা স্বপ্ন দেখে?
ওদের স্বপ্নের রং কেমন হয়? লাল, নীল, সাদা না ঘোলাটে?
0 মন্তব্যসমূহ