পোস্ট বার দেখা হয়েছে
কাঁটাতারের এপারেও অচেনা মুখ দেখি।
শাসক বলে, ওরা নাকি বিধর্মী!
মানুষ তো আলাদা কিছুই নয় -
ঝড়ে, জলে খোঁজে ঠাঁই,
পেট টানলে খাবার পেতে চায়।
দুর্ভিক্ষ এলে ক'জন বেঁচে থাকে?
কেউ না, বাঁচে শুধু শাসক,
আর তার নির্মম, অনর্থক প্রতিহিংসা।
ক্ষমতার লোভে মানুষ মানুষে ভাগ হয়,
বিভাজনের বড় রেখা টেনে দেয় ওরা -
ধর্মের নামে, জাতের নামে।
আমার দেশ পিছিয়ে গেলে
কষ্ট হয়না কারও,
কষ্ট হয় শুধু -
ওরা রাজনীতিতে হেরে গেলেই!
0 মন্তব্যসমূহ