পোস্ট বার দেখা হয়েছে
'শব্দ' গিলছি বইয়ের ভেতর মাথা গুঁজে ভেসে যাচ্ছি শব্দের স্রোতে... শব্দেরা উড়ছে, শব্দের মিছিলে আমার মগজে।
সামনের সারিতে প্লাকার্ড কখনো বা কাছে টানে-দূরে, ক্রমাগত বর নিয়ে আসে আগন্তুক পঙ্ক্তিরা উৎস মূলে আগত অনাগত অতিথি সঙ, সারথি, কবিতার লক্ষী।
====
আক্ষেপ ২
তোমার সুখ দেখে আমার ভয় হয়, যদি অসুখ ছড়াও দূরে দূরেই থাকি দূর থেকেই দূঃখ বোধ আগামী আগমনী অলস্য দুপুর দেখা হলো না আর
নামুক বৃষ্টি
ঝরাপাতা- শ্রাবণ, ভাদ্র, আশ্বিন বয়স বাড়ছে বাড়ছে বয়স
গোপন থলিতে দূঃখ
জমে উঠে দু'চোখ-প্লাবনে, উঠুক দেখা হলো না আর।
0 মন্তব্যসমূহ