পোস্ট বার দেখা হয়েছে
সবকিছুই ঠিক ছিল কিন্তু সুজয়ের বিয়ের পর সব যেন একটু একটু করে বদলে যেতে লাগল। অনেক আশা করেই সাধারণ বাড়ির মেয়ে রিমিকে ছেলের বউ করে এনেছিলেন সুজাতা দেবী। কিন্তু সেই রিমি বিয়ের পর শাশুড়িকে এড়িয়ে চলতে লাগল। যখন তখন বাড়ি থেকে কাউকে কিছু না বলে সুজয়কে সাথে নিয়ে বেরিয়ে যেত। বয়স্ক শাশুড়ির জন্য কিছু রান্না করেও রাখত না। রিমি চাইত না সুজয় তার মায়ের জন্য একটা কানাকড়িও খরচ করুক। রিমি সুজয়কে চাপ দিতে লাগল মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য। অগত্যা সুজয় সেই মত সব ব্যবস্থা করতে লাগল। মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার আগের দিন আলমারি থেকে মায়ের ব্যক্তিগত ফাইল বার করে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে অবাক হয়ে গেল কিছু কাগজপত্র দেখে। ছুটে গেল মায়ের কাছে। মায়ের পা ধরে বলল, ''মা গো একটা অনেক বড় পাপ করতে যাচ্ছিলাম, তুমি আমায় ক্ষমা কর।'' রিমি অবাক হয়ে সুজয়কে কিছু প্রশ্ন করার আগেই সে বলল, ''আমার মা কে অযত্ন করার সাহস তুমি আর দেখাবে না। জানো মা আমাকে অনাথ আশ্রম থেকে দত্তক নিয়ে সিংগল মাদার হয়েও একা হাতে আমায় মানুষ করেছে। সমাজে সুপ্রতিষ্ঠিত করেছে। কোনোদিন বাবার অভাব বা আমার আসল পরিচয় কিছুই আমায় বুঝতে দেয় নি। এ বাড়ি আমার মায়ের, আমরা তার আশ্রিত।''
এই কথা বলেই সুজয় মাকে বলল, ''মা তোমার পদতলে আমাদের আশ্রয় দেবে তো?''
সুজাতা দেবী সুজয় ও রিমি কে বুকে জড়িয়ে ধরলেন।
0 মন্তব্যসমূহ