কবিতা গুচ্ছ ~ পার্থ সারথি চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে

বীজ 


শিকারের গল্প লিখতে লিখতে 

কবে নিজে শিকার হয়েছে-

বোঝা যায়নি কস্মিনকালেও 


প্রত্যেকেই তো শিকারি হতে চায়-

অন্ততঃ মনে মনে, গোপনে।


ভুল বীজ ছড়ানো ছিল-

মনের অরণ্য জুড়ে 

অনাদিকাল থেকে, সন্তর্পণে।


গল্পের ইতিহাস বা ইতিহাসের গল্প 

ফিরে ফিরে আসে-

অনেকটা অজান্তে, চুপিসারে,

উদ্দেশ্য কেবল বদলে যেতে থাকে।


(২)

ছবি


আয়নায় দেখা মুখচ্ছবি

চিনতে অসুবিধা হয়-

       এই তীব্র আলোতেও।


পাখিগুলো খাঁচায় নড়াচড়া করে

উড়ে পালাতে চায় আকাশে।

বৃষ্টিধারায় স্নাত হয়েও-

বুকের ময়লা যায় না। 


পাখিগুলো ইশারা করে-

মরুভূমির বার্তা বয়ে আনে। 

ঝাপসা হতে হতে -

উধাও হয়ে যায় মুখচ্ছবি।


পাখি ডানা মেলে দিগন্তের দিকে।


(৩)

দূরত্ব 


অলৌকিক আর বাস্তবতার সম্পর্ক-

অনেকটা আমার আর তোমার মতো।


টিলার উপর যে বাড়ি 

তার কাছে সমুদ্র পৌছনো,

আর তোমার কাছে আমার-

একই মুদ্রার দু'পিঠ।


ফানুস আর আকাশের যে সম্পর্ক 

সেটা হলেও তো হত-

কিন্তু আমার মনের ফানুস যে ওড়েই নি!


স্রোতের বিপরীতে হেঁটে গিয়ে 

গন্তব্যে যাওয়া যে কঠিন-

এ আর নতুন কী!

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ