কবিতা গুচ্ছ ~ সংগ্রাম মিত্র




পোস্ট বার দেখা হয়েছে

তুমি এলে 


অবশেষে আকাশ ভেঙে তুমি এলে | 

দুহাতে অবোধ বিশ্বাসে -

মেখে নিলাম বৃষ্টি বৃষ্টি বৃষ্টি...

যখন প্রকৃতিই শ্রেষ্ঠ 

ঈশ্বরের কাছে কোন নালিশ নেই 

পাপড়ি খুলে গেলো 

নিষ্ঠুরতা নির্মমতা ঘুচে গেলো এক নিমেষে,

মুছে গেলো পুড়ে যাওয়া শরীরের  কালো দাগ - 

দায়হীন অঘোষিত মৃত্যুদণ্ড |


দোল খাওয়া সেই পাখির কথা 

পাখির কথা পাতার কথা 

ঝাঁপিয়ে পড়া চাঁদের কথা

টৈটম্বুর নদীর কথা লিখবো বলে 

জ্যোৎস্না পায়ে বসে ছিলাম দু'চোখ মেলে | 


অকৃত্রিম ভালোবেসে তুমি এলে 

                             তুমি এলে ---

======

এসো হে বন্ধু 


বন্ধু দেখা হয়েছিল সেই কবে 

   জীবনের পুষ্পিত অনুভবে | 

আলোর খেলায় রঙের মেলায়

ঝড়ের মাঝে পেয়েছি তোমায় 

আবার এসো আবার ভাসো

                 বাসনার উৎসবে |


জীবন শুধু এইটুকুই

তাতে নানা রঙ এসে পড়ে

তারই মাঝে হৃদয় যা কিছু গড়ে

ধুপ চন্দন গন্ধ কেবল

হাসি ভালোবাসা নিয়ে

ফুলে ফুলে ভরে থাকা-

প্রজাপতির চঞ্চলতায়

       রঙে রঙে ছবি আঁকা |


এসো হে বন্ধু  এইটুকু সময় 

এই টুকু জীবন গড়ি 

ছন্দে কাব্যে সুরে আর মনে

রঙে,  আলোয় - মন্দ ভালোয়

       এসো তাঁকে মেলে ধরি--- |

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ