পোস্ট বার দেখা হয়েছে
হীরের ভাস্কর্য তুমি হাওয়ার পেখম,
অলৌকিক পায়ে বাঁধা ছায়ার ঘুঙুর।
চাঁদের রূপালি ফুল, রাতের শরম;
মাটির দয়িতা তুমি বেহেশতের হুর।
ভোরের বিহগী তুমি অনন্তের গান,
প্রগাঢ় সবুজ বুকে লোহিত হৃদয়।
আলোর অক্ষরে লেখা দীপ্ত উপাখ্যান,
চোখের সমুদ্র ভরা জলের বিস্ময়।
চুলের হিজাবে ঢাকা চুমুর স্বাক্ষর,
স্পর্শের লজ্জায় লাল নিষিদ্ধ চিবুক।
পায়ের আঙুলে এক অন্ধ অজগর,
অনঙ্গ ছোবলে কাটে অশরীরী বুক।
কালের শাসন করে বিনীত কুমির,
বুকের উদ্যানে তাই আগাছার ভিড়।
======
আদিম রৌরবে
মৃত্যুর আনন্দে পুড়ি আদিম রৌরবে,
দুর্বিষহ জীবনের ভেঙে গেছে ভয়।
ঈশ্বরের সাথে যদি দেখা হয়, তবে
তার কাছে জেনে নেব জন্ম পরিচয়।
অনেক দেখেছি এই বোবা মৃত্তিকায়,
প্রণয়ের পাঠ দেয় শিক্ষিত শকুন!
মানুষ, মানুষ থেকে পালিয়ে বেড়ায়;
মানুষের হাতে হয় মানুষের খুন!
দীর্ঘ বসবাস করে অহিংস চিতায়,
ভষ্মীভূত হৃদয়ের কোমল প্রাসাদ।
আকাশ,পাথালে ভুল, ভুল প্রত্যাশায়
আঁধারের পদাঘাতে নিগৃহীত চাঁদ।
পৃথিবীর কাছে কোন অভিযোগ নাই,
আমার হুকুমে আমি অন্তিম শয্যায়।
0 মন্তব্যসমূহ