পোস্ট বার দেখা হয়েছে
গাছ বসাতে যাই
কোথায় গেল মাথার উপর
সবুজের সেই ছায়া
জ্বলছে নগর জ্বলছে যে গাঁ
নেইতো কোথাও মায়া!
জ্বলছে অটল জ্বলছে যে ক্ষেত
জ্বলছে ধরার মরু
কেন মোরা বুঝি না তো
অবদানে সেই তরু ।
জ্বলছে যে পথ জ্বলছে গৃহ
জ্বলছে দোকান বাজার
উষ্ণায়নের রাহু গ্রাসে
ভাবনা বাড়ায় হাজার।
সবুজ ছাড়া বাঁচার কোন
অন্য যে উপায় নাই
এসো মোরা বিভেদ ভুলে
গাছ বসাতে তো যাই।
------------
অভাব
বাবা আমার পরিযায়ী শ্রমিক
থাকে বাহির বাহির
আমার মত হতভাগার
করতে নেই জাহির।
অভাব আমার চিরসাথী
থাকি কুঁড়েঘরে
মা আমার কাজের মাসি
ঘাম ঝরিয়ে মরে।
দিদি আমার ক্ষেতের ধারে
ছাগল নিয়ে চরায়
একা একা ভাল্লাগেনা
বসে না মন পড়ায় ।
দাদা আমার ফেলতে ছিপ
গেল নদী পাড়ে
অভাব আমার নাড়ে কড়া
ভগ্ন ঘরের দ্বারে।
বলতে পারো কিসের পাপে
পাচ্ছি আমি সাজা
বাবা-মা কে পেলেই খুশি
চাই না হতে রাজা।
------------
1 মন্তব্যসমূহ
আন্তরিক ধন্যবাদ।
উত্তরমুছুন