কবিতা গুচ্ছ ~ প্রিয়াঙ্কা রায় চৌধুরী সান্যাল




পোস্ট বার দেখা হয়েছে

উনিশ 


উনিশ মানে মাতৃভাষা,

উনিশ মরণ পণ 

উনিশ তোমার গৌরব মা গো!

উনিশ তাজা যৌবন।


উনিশ ছুঁয়েছে শহীদবেদী 

উনিশ জ্বেলেছে আলো -

উনিশ গেয়েছে মুক্তকণ্ঠে 

উনিশ মুছেছে কালো।


উনিশ তোমার, উনিশ আমার,

উনিশ বাংলার টান,

উনিশ শান্তি, উনিশ শক্তি 

উনিশ ডেকেছে বান।


উনিশ ছিল করুন বাতাসে,

উনিশ, এগারোটি তাজা লাশ,

রাজপথ জুড়ে রক্তে রাঙা,

উনিশ মায়ের জয়গান।।


             -----*-----

মানবতা হোক ধর্ম 


অনন্ত বিশ্ব মাঝে 

তাঁরই তো রাজত্ব,

তিনি সৃষ্টি, তিনি ধ্বংস,

তিনি আর্য, তিনি অনার্য।

তবু কেন সংকীর্ণ গন্ডি জুড়ে 

বেঁধে রাখা তাকে -

কেউ হিন্দু, কেউ ইসলাম 

কেউ খ্রিষ্ট, কেউ শিখ বা জৈন!

তাঁর চোখে সবই সমান।

শুধু কয়েকটি গন্ডি,

আর আচার বিচার নিয়ম 

সকলই তোমার আমার সৃষ্টি।

তবু কেন এত রেষারেষি

এত বিদ্বেষ!

ধর্ম নিয়ে হানাহানি -

বিষবাষ্প উদগীরণ -

লক্ষ্য যখন এক!

সব ঘৃণা ছেড়ে হাতে হাত রেখে 

এগিয়ে যাওয়াই হোক অভীষ্ট,

ইষ্ট  সে তো একই,

সাকার বা নিরাকার -

শুধু মানবতা হোক ধর্ম!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ