কবিতা গুচ্ছ ~ মুকুলী মন্ডল




পোস্ট বার দেখা হয়েছে

জন্মদিন 


সুদেষ্ণার জন্ম ভরা বর্ষায় যখন পাতায় পাতায় শ্রাবণ, সবুজে শ্যামলে পৃথিবীর নতুন রূপ, মাঠে আমন ধানের চাষ ।সারাদিন রিমঝিম বৃষ্টিতে আবেশে দোলে বাঁশঝাড়।দুই নদী বিরহ ভেঙে আবার একত্রিত হয়। ঝাপিয়ে পড়া জোয়ারে ভেসে চলে বাঁধ ভেঙে। ঘরবন্দি মন জানলা খুলে কুড়িয়ে নেয় বৃষ্টির পরশ।

সুদেষ্ণার বাবা দীনেশ একজন চাষী। চাষের জমি পুকুর, বাগান, মিলেমিশে অনেক সম্পত্তির অধিকারী ‌।

সুদেষ্ণার গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা। তার চোখে  আল পথ, বাউল গান, ধুলো মাখা শৈশব, স্নেহ জড়ানো সূর্যের আলোর মতো মানুষ মানুষের পাশে এসে দাঁড়ায় সুখ দুঃখে। 


ধোঁয়া ওঠা কয়লার উনান, ভাত ফোটার শব্দ, ভোরের কুয়াশা ভেঙে সকাল আসে বইয়ের পাতায়। দেখতে দেখতে ক্লাস নাইন হলো। 

তার স্বভাবে সরলতা সকলের প্রতি সম্মান সহানুভূতির প্রলেপ স্পষ্ট।

গ্ৰামের প্রিয় মেয়েটির জন্মদিনে  প্রত্যেকের ভালোবাসায় ও আশীর্বাদে ঢেকে যায় জন্মতারিখ। কখন যেন ভালবাসার ছাঁচে মানুষ মানুষকেই গড়ে তোলে। 

আসলে এই অবিনশ্বর পৃথিবীতে নশ্বর জীবন, সৃষ্টির ধারাপাত মিশে  সকলের প্রিয় হয়ে থাকতে চাই আজীবন।

=====

লাল পেড়ে শাড়ি 


উন্মুক্ত সন্ধ্যা, বেলোয়ারি  বাতাস ,চাঁদের চোখে চোখ রাখা শৈবাল দিঘির স্থির চাহনি! অপেক্ষায় আকূল  মাধুবীলতার ঘ্রাণ আর পরাজিত হয়ে ফিরে আসা আমার মন!

মাঝে মাঝে মুখ ফিরিয়ে থাকা ভালো অন্ধকারকে বুকে টেনে? 

তলিয়ে যাওয়া ডিঙি থেকে, ভেসে ওঠা জীবনের আঙুল ধরে তোলার নামই হয়তো প্রত্যাবর্তন। 


মেঘ ভাঙা বৃষ্টিতে শ্রাবণের ছোঁয়ায় ফুটেছিল কদম।

 শব্দের ভিতর আলাপ জমিয়ে... জ্যোৎস্নার আলো পথে ফিরে চায় আগমনী বার্তায়।


দীর্ঘ সময়ের ভিতর দিয়ে বয়ে যায় আমার অবহেলিত আশারা। 


পঁচিশে বৈশাখ এলে কিভাবে সেজে ভীতর বাহির দরদালান অন্দরমহল,ধুলি জমা চাহিদার পাতা ওল্টে, নতুন পাতায় লিখি কবিতা।


চেতনার আলো জানলা খুলে প্রবেশ করে এক গৃহবধুর রঙচটা মনের দেওয়ালে ,আলোছায়া ভরা জীবনের দরজায়। 

সেজে ওঠে লাল পেড়ে সাদা শাড়িতে, বেলি ফুলের খোঁপায় আমার অধরা যাপন, তোমাকে কেন্দ্র করে ….

====

আটচালা 


সঞ্চয়ের ঠোঁটে খড়কুটো।পৃথিবীর বুকে ভাইরাস, বর্ষার ছাতায়  সুরক্ষার খোঁজ।

দিক ভ্রান্ত মনের দরজায় খিল । 

অসম্ভবের আটচালায় সময় খুলে রেখেছে ঘড়ির ব্যাটারি। 

মধ্যাহ্ন ডাল ভাতের জোগাড়ে, 

ফুটপাত খিদের আঁচল পাতে।

অচল পয়সায় হারিয়ে গেছে ইচ্ছা শক্তি। 

আকাশে কালপুরুষ ,চাঁদে কলঙ্ক, সূর্য প্রতিভা নিয়ে বাঁচে। 

যে যার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ