কবিতা গুচ্ছ ~ বকুল বিশ্বাস




পোস্ট বার দেখা হয়েছে

ঘুমহীন 


এখানে আকাশ ভারী ,

বারুদের গন্ধে।

 অহর্নিশি ক্ষমতার দাপাদাপি ,

দেশ দেশান্তরে নগরে প্রান্তরে, একরাশ অনিশ্চয়তার গভীরে কাক নিদ্রা, 

জেগে উঠি, সুতীব্র সাইরেনে ।

সব আলো নিভে গেছে, জোনাকিরাও আজ হারিয়ে গেছে নক্ষত্র ভরা রাতের বুক চিরে 

শুধু আলোর ঝাঁক, 

ঘুমহীন চোখে সকল যুদ্ধবাজ। মেতেছে আজ ধরার পরে।

 দলে দলে কাতারে কাতারে অসহায় মানুষের দল 

ঘুমহীন চোখে জাগে রাত,

 বুকে লয়ে ভয়।

=====

 অন্ধকারের স্মৃতি 


এ শহরের গলি পথ বেয়ে 

হাজার বছর ধরে আমি দেখেছি সভ্যতার কত উত্থান পতন ।

ল্যাম্পোস্টে ঝুলানো গ্যাস বাতি হার মেনেছে ফ্লুরোসেন্ট আলোর কাছে ।

আমি দেখেছি তারই নীচে কাতারে কাতারে আবহমান কাল ধরে ,

একইভাবে শুয়ে আছে বিলাসিতার পাহাড় চূড়োয় ক্লান্ত অগ্রগতি,

 মুখ লুকোয় শহরের ফুটপাতে। পশুর সাথে শীর্ণকায় মানুষের দল,

 যেথা আশ্রয় খোঁজে ।

এ শহরের হাজার গলিপথে আটকে রয়েছে সভ্যতার গতি বুকে নিয়ে অন্ধকারের স্মৃতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ