পোস্ট বার দেখা হয়েছে
-"প্রভু রথের চাকা বসে যাচ্ছে?"
বসু সেনের মনে পড়ে গেল ধরিত্রীর অভিশাপ -"আজকে তুমি যেভাবে আমাকে পেষণ করলে, মনে রেখো জীবনের শেষে যুদ্ধক্ষেত্রে তোমার রথের চাকা মাটিতে বসে যাবে।"
অসহায় কর্ণ মাটিতে নেমে রথচক্র মাটি থেকে তুলবার চেষ্টা করলেন। কৃতান্তের রূপে এসে পৌঁছান অর্জুন আর শ্রীকৃষ্ণ।
ক বিচিত্র চরিত্র এবং বিচিত্র জীবন কর্ণের। জন্মের পর মা ভাসিয়ে দিয়েছিল, পিতা অধিরথ ও মাতা রাধা তাকে চূড়ান্ত স্নেহে বড়ো করেছেন।
নিঃসন্তান রাধা ও অধিরথ। সেদিন ভোরে নদীতে স্নান সেরে উঠছেন অধিরথ, হঠাৎ চোখে পড়ল এক সুসজ্জিত পেটিকায় ভেসে আসছে এক রাজচিহ্নসম্পন্ন শিশু।
-"রাধা দেখো কি এনেছি?"
শিশুর মুখ দেখে রাধার অন্তরে স্নেহের ঝর্ণা বয়ে গেল। বুকে টেনে নিলেন শিশুকে। নাম হলো বসুসেন।
বসুসেন জানত না সে পালিত পুত্র। অসামান্য রূপ, বৃষষ্কন্ধ মহাবাহু পুত্রের অস্ত্র শিক্ষা করার ইচ্ছে হলো। দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা শুরু হলো।
সেখানেই চোখে পড়লো ধনুর্ধর যার নাম অর্জুন। অনায়াসে কঠিন অস্ত্র চালনা শিক্ষা করে। দ্রোণাচার্যের প্রিয় শিষ্য অর্জুন। ঈর্ষার চোরাস্রোত বয়ে গেল। বন্ধু পেলেন দূর্যোধনকে।
যেদিন অস্ত্র প্রতিযোগিতা হবে, কর্ণের ইচ্ছা অর্জুনকে পরাজিত করা। কৃপাচার্য প্রশ্ন করলেন-"তোমার পরিচয়?"
-"আমি বসু সেন, সুত অধিরথ আমার পিতা"
-"এটা রাজকুমার দের অস্ত্র প্রতিযোগিতা, সামান্য রথচালক তোমার পিতা, তোমার সাহস হয় কি করে।"
দূর্যোধন বললো-"সখা আমি তোমাকে অঙ্গ রাজ্যের রাজা করলাম আজ থেকে।"
আনন্দে গর্বে ভেসে গেলেন পিতা অধিরথ,মাতা রাধা, স্ত্রী ব্রুশালী। কর্ণ কেনা হয়ে গেলেন দূর্যোধনের।
মিথ্যা পরিচয়ে পরশুরামের কাছে গেলেন ব্রহ্মাস্ত্র শিক্ষা নিতে। মিথ্যা ধরার পড়তেই অভিশাপ দিলেন -"জীবনের সবথেকে প্রয়োজনীয় সময় তুমি ব্রহ্মাস্ত্রের ব্যবহার ভুলে যাবে। "
এক ব্রাহ্মণের গরুকে হত্যা করেছিলেন কর্ণ, ব্রাহ্মণ অভিশাপ দেন-"যখন তুমি সবথেকে অসহায় থাকবে তখন তোমার মৃত্যু হবে। নিরস্ত্র অবস্থায় মৃত্যু হবে তোমার।"
একবার কর্ণ অঙ্গরাজ্যের রাস্তা দিয়ে যাচ্ছেন পথে একটি বাচ্চা মেয়েক কাঁদতে দেখে কারণ জানতে চান । মেয়েটি জানায় তার কলসীর সব তেল মাটিতে পড়ে গেছে। কর্ণ সর্বশক্তি প্রয়োগ করে মাটি থেকে তেল নিষ্কাশন করা শুরু করেন। হঠাৎ এক রমণীর কান্না শুনে জানতে পারেন ঐ রমণী হলেন পৃথিবী। কর্ণের নিষ্পেষণের ফলে তার যন্ত্রণা হচ্ছে এবং তিনি অভিশাপ দেন-"যুদ্ধের সময় তোমার রথের চাকা মাটিতে বসে যাবে।"
মৃত্যুর মুখে দাঁড়িয়ে অসহায় কর্ণ সব অভিশাপ স্মরণ করেছেন। বীরশ্রেষ্ঠদের একজন হলেও এক অসহায় মৃত্যু তার নিয়তি।
0 মন্তব্যসমূহ