দুইটি কবিতা ~ প্রতীতি সরকার




পোস্ট বার দেখা হয়েছে

লাল-নীল ফারাক


তুমি সমুদ্রের জলোচ্ছ্বাস ভালোবাসো

পাড় বেয়ে হাঁটতে থাকো

সূর্যোদয়-সূর্যাস্ত দেখো

ভাবো- লাল আকাশটা স্রোতের নীলে মিশে যাবে।

কখনও দিগন্তের অস্তিত্ব ছুঁয়েছো?

জলের মাঝবরাবর হেঁটে যাও-আরও গভীরে

শেষমেশ ঝিনুক কুঁড়িয়ে ডাঙ্গাই পাবে

আকাশের নাগাল পাবে না।

 

লাল-নীলের ফারাকটা ঠিক তোমার আমার মতো

দিগন্তে মিশে থাকে

তবু ধরা-ছোঁয়ার বাইরে।


তুমি সমুদ্র ভালোবাসো- আমি বালিয়াড়ি।

===

উলুপী আখ্যান


কথা দিয়েছিলাম পার্থ

প্রথম রাতের পর তোমায় আর বাঁধব না

বাঁধিনি তাই- বরং নিজেকেই আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছি নিজের কথার দামে।

প্রথম পুরুষত্বের স্বাদ পেয়েছিলে আমার চুম্বনে

পরিবর্তে কিছু আশাতীত প্রহর উপহার দিয়েছিলে

তবে সেই তো ধর্মের অজুহাতে নিতান্ত সহজে আমায় নাগবেষ্টিত ফেলে গেলে।

একলা রেখে যাওনি- তোমার ঔদার্য

বীজ-বপন করেছিলে।

মনে-প্রাণে ঠিক কতটা উদার হলে জানো স্বামীর চতুর্থ বিবাহেও খুশি থাকা যায়?

তোমার প্রেম নিতান্তই ক্ষণজন্মা

নইলে নানা ছলে এত স্বল্প অবসরে এত ঘরে জন্ম নিত না।

এই উলুপীর সরল আত্মসমর্পণ-

সুভদ্রা-চিত্রাঙ্গদার নিবেদন

এত ঐশ্বর্য পেয়েও ধর্মের আছিলায় হেলায় ফেলে গেলে।

কালের ধর্ম দেখো-

তোমার পরম প্রেয়সী পাঞ্চালীকে তুমি পেয়েও পেলে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ