কবিতাগুচ্ছ ~ প্রদীপ কুন্ডু




পোস্ট বার দেখা হয়েছে

সাদামাটা  


চোখের ঢাল বেয়ে নামে জলধারা 

বিরহ কি সবাই চায়?

তবু সে আসে গোপনে আমাদের কাছে

হৃদয় দুঃখের গান গায়। 


সময়ের আগে সন্ধ্যা নামে ঝুপ করে 

শহরে আলোর রোশনাই,

সাদামাটা জীবন বৃত্তেই থাকে বন্দী 

প্রিয় নিজেরে পরিধিটাই।

====

বিশ্বাস 


সারাদিনের ক্লান্তি নিয়েই সূর্য অস্ত যায় 

অন্ধকারের শমন পৌঁছায় দ্বারে দ্বারে,

তবু আশারা পথ ছাড়ে না হতাশাকে 

ভরসা রাখে আকাশের উজ্জল নক্ষত্রে।


বৈভব,তৃপ্তি একে একে ডুব দেয় অন্ধকারে 

জেগে থাকে শুধু দুহাত বাড়ানো স্বপ্ন, 

ঝড় ঝঞ্ঝায় নৌকো ডুবে যায় মুহূর্তেই 

তবু সেই নৌকাতেই মাঝির জীবন জড়ানো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ