পোস্ট বার দেখা হয়েছে
ঘরে ফেরা
সন্ধ্যা নেমেছে -
ঘরে ফিরছে বনের পাখিরাও
কিন্তু ঘরে ফেরা হয় না কত মানুষের -
অন্ধকার বাড়তে বাড়তে গভীর রাত।
খোলা আকাশের নীচে অলিখিত ঠিকানা
রেল স্টেশন, ফুটপাতই ওদের আশ্রয়
ঘরে না ফেরাদের প্রতিক্ষায় বসে থাকে পরিবার
অভুক্ত উপবাসে কাটে কত রাত।
নীল জ্যোৎস্নায় সভ্যতার গল্প লেখা হয়
কত অন্ধকার পেরিয়ে ভোর আসে -
মানুষ খাটতে খাটতে বেরিয়ে যায় শেষ ট্রেন
অলীক আঁধারে আর ঘরে ফেরা হয় না।
****
সংকীর্ত্তন
অদ্ভুত অন্ধকার গিলে খায় যৌবন
মুখ দিয়ে রক্ত ওঠে -
কান্না কাব্য হয়ে যায় নীরব জোছনায়।
একটু একটু ঝলসে যাচ্ছে হৃদয়ের উঠোন
ঘুমের ওষুধেও ঘুম আসে না -
ছিন্নমূল মানুষের মতো অসহায় আর্তনাদ।
বোবা কান্না রোদ্দুর হতে চায়
কিন্তু রোদ্দুর ওঠে না জীবনের আঙিনায়
ক্ষত বিক্ষত যন্ত্রণা নিয়ে রাত বাড়ছে।
জোনাকিরা সংকীর্ত্তন গায় নির্জনে অন্ধকারে
মানুষের জীবন থেকে হারিয়ে গেছে সংকীর্ত্তনের মহিমা
শুধু বেঁচে থাকার জন্যে বেঁচে আছে অর্ধমৃত মানুষ।
******
0 মন্তব্যসমূহ