পোস্ট বার দেখা হয়েছে
ভালোবাসার পত্রখানি ভাসিয়ে দিলাম মেঘের বুকে,
এখন প্রশ্ন হলো......
একআকাশ ভালোবাসায় বুকের খাঁজে পূর্ণিমার চাঁদের লকেট পড়াবে কী?
খোঁপার মাঝে টুকরো টুকরো উজ্জ্বল তারা সাজিয়ে দিয়ে পারবে কী ?
কালো রাতের মতো চোখের কোণে আধার নামলে ঘুমিয়ে জড়িয়ে ধরতে পারবে কী?
পেজা তুলোর ভেসে যাওয়া মেঘ হয়ে আদর করবে কী?
প্রজাপতি তার রঙ্গিন পাখায় সোহাগ পরাগ মাখবে কী?
জোছনাকে সারা অঙ্গে মেখে জোনাক রাত জাগবে কী?
দিঘিরপাড়ে ঝোড়ো হাওয়া আলগা আঁচল হারিয়ে যাওয়া,
মেঘের পালকি চড়ে এই খোলা চিঠি তোমার কাছে পৌঁছবে কী?
গভীর বাণী তপ্ত হৃদয় তোমার শিশিরবিন্দু ভালোবাসার পরশ পাবে কী
=====
কতো শতো কথা
কথাতেই দৈব-দানব,
কথাতেই সৃষ্টি-লয়।
কথায় গড়ছে নতুন বিশ্ব ,
কথাতেই সেই বিশ্ব ধ্বংস।
নিখিলের নীল মেখে
কথা হয় হলাহল সম,
আবার নীলকন্ঠ হয়ে কথা সঞ্জীবনী প্রলেপ দিলো।
কথার মায়ায় তোমার-আমার মিলন ও বিচ্ছেদ হলো,
কথার মাঝেই সু-কু এর ভেদাভেদ বোঝা গেল।
কথার ভারেই দিবা-রাত্র ,
কথার মাঝেই সত্য-অসত্য ।
কথা যদি নাট্যশিল্পী, মন তবে নাট্যমঞ্চ ।
0 মন্তব্যসমূহ