পোস্ট বার দেখা হয়েছে
এইতো বেশ ভালোই আছি
চুলগুলো সব হয়েছে সাদা - মাথায় রয়েছে বাকিটা টাক
দাঁতগুলো বেশ নড়েচড়ে - কয়েকটাতে রয়েছে ফাঁক -
এইতো বেশ ভালোই আছি -
ব্যথার শরীর কষ্টে টানা - ঘুরতে ফিরতে নানান মানা
বয়স বাড়ায় হয়েছি কানা - এসব কথা রয়েছে জানা -
এইতো বেশ ভালোই আছি -
নাওয়া খাওয়া ভুলি রোজই - থাকেনা মনে কোনো কাজই
গুলিয়ে ফেলি রাস্তা প্রায়ই -
কোথায় যাওয়ার, কোথায় যে যাই -
এইতো বেশ ভালোই আছি
তোমাদের সব কাছাকাছি|
=====
পিসি
মিষ্টিপিসির মাথায় নাকি নড়ে গেছে পোকা
সকাল সন্ধ্যে ছুটছে এখন গড়ফা থেকে জোকা -
চটির যে কী হাল হয়েছে দেখেই লোকে হাসে
ছুট্টে গিয়ে উঠেছে পিসি চলন্ত এক বাসে -
বাসের মধ্যে এদিক ওদিক করতে গিয়ে ভিড়ে
তাকিয়ে দেখে পায়ের চটি কখন গেছে ছিঁড়ে -
চটি জোড়া হাতে নিয়ে নেমে বাসের থেকে
বেঞ্চি খালি দেখে বসে ঢাকুরিয়ার লেকে -
বিশাল বপু খৈনি হাতে পুলিশ এসে বলে
'চটি চুরি' ! হাতটা টেনে নিয়েই গেল চলে -
পেটি কেসটা লিখেই থানায় যেই দিয়েছে জমা
ক্ষেপে গিয়ে পিসি চেঁচায় - 'করব না আর ক্ষমা' -
'আমার চটি আমার হাতে - হয়েছে তোদের কী
পেটমোটা সব লোকগুলো কি দেখিসনি ভেলকি' -
আওয়াজ শুনে চমকে ওঠেন বড়বাবু নিজে -
'ঠান্ডা পানি নিয়ে আয়রে - রাখা আছে ফ্রিজে' -
সওয়াল জবাব শুনে সবাই উঠল জোরে হেসে
বাড়ি ফেরে পিসি এবার একটু ঝেড়ে কেশে |
0 মন্তব্যসমূহ