দুইটি অসমীয়া কবিতা || জয়ীতা চক্রবর্তী আচার্য




পোস্ট বার দেখা হয়েছে

 
________  শব্দহীন সপোনবোৰ


এখনি আকাশ ডাৱৰে আৱৰা

ক্লান্ত মন ,সপোন আঁকে

সেমেকা মাটি

বৰষুণৰ চিটিকণি বোৰে, 

বিষাদ শূণ্যতা ভৰা গান !

কিছু পোহৰ 

কিছু এন্ধাৰ 

ভালপোৱা হৃদয়ৰ এক সুক্ষ্ম অনুভূতি

আঁৰি লৈছোঁ মনত..বতাহে জোকাৰি যায়

অতীতক বিচাৰি।

টুকুৰা টুকুৰ স্মৃতিবোৰ

আউলি বাউলী হৈ উৰি ফুৰে

ধূসৰ হৈ পৰা ছবি এখন!

**********

....নিশ্চুপ সেই অন্ধকার


শিখা জ্বলে আছে / স্মৃতিপ্রান্তে ক্ষীণ/

এ-প্রান্ত থেকে দেখি /প্রতিচ্ছবি হয়ে/


পথ ভেঙে পথ /  দীর্ঘশ্বাস ছাড়ে/

মাঝে মনে হয় /রূপকথার গল্প/


সব যেন ফাঁকা / বহুদূরে একা/

মৃদু সুখ  তবু /  সুখবাষ্প, স্মৃতি …


বুক কেঁপে ওঠা  / অন্ধকারে ডুবে

ফের ক্লান্তি ঠেলে / বিকেলটুকু খুঁজে


দূরে,আরও দূরে / একাকিত্ব থেকে

শুধু পড়ে থাকে / জীবনের লয়‌‌


চেনা-জানা পথ/ প্রসারিত স্পন্দন !

নিভে যায় চাঁদ / আগুনের আঁচে


আলো নিভে গেলে / দ্বিধাহীন চিত্তে

যেন আঁকা থাকে / স্পষ্টতর  দৃশ্য।।


জন্ম ছুঁয়ে গেছে / জরায়ুটি ভেঙে

চোখ ভরা জল / দীর্ঘশ্বাস জমে


শেষ ক্ষণ অব্দি / সঞ্চারিত প্রেম

এই হলো পথ / অজানার ভিড়ে


খুঁজে পাই অর্থ / উপলব্ধির জন্য

যেন এক রশ্মি /  উৎসাহিত হচ্ছে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ