পোস্ট বার দেখা হয়েছে
ভালো ছিল
ভালো ছিল ছেলে বেলা
কানামাছি লুকোচুরি খেলা
ভালো ছিল
হাত ধরাধরি
কিশোর যাপন
ভালো ছিল
হাফ প্যান্ট
খালি পায়ে ঘোরা
ভালো ছিল
বাবু হয়ে বসে
এক সাথে খাওয়া
ভালো ছিল
ফ্যান ভাতে
ইস্কুলে যাওয়া
ফিরে এসে মার হাতে
দলা মাখা খাওয়া
ভালো ছিল
সুতো কাটা
ডিম ভাত খাওয়া
গরমেতে মার হাতে
তাল পাখা হাওয়া
ভালো ছিল
রেডিওতে অনুরোধ শোনা
রেডিও তখন প্রাপ্ত
ছিল হাতে গোনা
ভালো ছিল
আড় চোখে
চোখাচোখি দিন
ভালো ছিল
হ্যারি কেন জ্বেলে
রাত জেগে পড়া
ভালো ছিল
ভাই বোনে মারামারি
আর ঝগড়া
আঙুল দেখিয়ে বুড়ো
আড়ি ভাব করা ।
কতকিছু ভালো ছিল
আজ যাহা নাই যে
স্মৃতির ঝাঁপিতে তাই
মাঝে মাঝে ডুবি যে ।।।
( ২ )
রঙিন স্বপ্নের মৃত্যু
যখনি দু চোখ বুজে
শান্তি পেতে চাই
তখনই রঙিন চিন্তা গুলো
কিলবিলিয়ে ওঠে
কুরে কুরে খেয়ে যায়
আমার শান্তির প্রহর ।
এখন আমি
রাত জাগা প্রহরী র মতো
অপেক্ষায় বসে থাকি
রঙিন চিন্তার
দেখা যদি পেয়ে যাই
মৃত্যু তার হবেই হবে
আমার জিজ্ঞাসা ঘরে ।
তার পর নিদ্রা যাবো
পরম শান্তি তে ।।
0 মন্তব্যসমূহ