বিদ্রোহী ~ পপি মৈত্র




পোস্ট বার দেখা হয়েছে

বিদ্রোহী

পপি মৈত্র 


তোমার হাতের প্রদীপ্ত ইশারায় শব্দেরা জাগে

অনুভবের অতল দহনে জেগে ওঠে অগ্নিবীণা 

শিকল ভাঙার ঝংকারে উত্তাল হয় পৃথিবী

জমে থাকা অভিমানের বিদগ্ধ প্রেম তুমি

সমুদ্রের উত্তাল ঢেউ হয়ে জাগিয়ে তুলেছ

তরুণ প্রজন্মের বুকে প্রলয়ের প্রতিটি স্পন্দন

দ্রোহের হুংকারে ভেঙেছ গোলামীর রুদ্ধ দ্বার

অসাম্প্রদায়িকতার ছবি এঁকেছ কবিতা ও গানে

বিদ্রোহী চেতনায় উদ্বুদ্ধ তোমার অমর কালজয়ী সৃজন

মহা-প্রলয়ের নটরাজ তুমি দুরন্ত সাইক্লোন

তোমার ললাটে স্বয়ং ভগবান জ্বলে ওঠে

দুর্বার নির্ভীকতার দিশারী তুমিই নজরুল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ