পোস্ট বার দেখা হয়েছে
বিদ্রোহী কবিকে শ্রদ্ধার্ঘ্য
অনিরুদ্ধ দত্ত
হে বিদ্রোহী কবি,তুমি কোথায়?
তুমি কি বিদ্রোহের সুর তুলেছো,'বল
বীর,চির উন্নত মম শির'-তোমার
অগ্নিবীণায়!কবি আমরা যে তোমার
আগমনের কাতর অপেক্ষায়;তুমি তো
চেয়েছিলে,ধ্বংস নয়,জীবনের দুর্গম
পথকে করতে চেয়েছিলে মসৃণ
অগ্নি শুদ্ধতায়;তুমি তো শুনতে পাও,
এখনো আকাশে বাতাসে উৎপীড়িতের
ক্রন্দন!তুমি বলেছিলে, --'তুমি সেইদিন
হবে শান্ত'যেদিন আর শোনা যাবে
না সর্বহারার কাতর আওয়াজের
অনুরণন;জানি,কালের নিয়মে তোমাকে
পাড়ি দিতে হয়েছে অনন্তলোকে,কিন্তু
তুমি তো আছো সন্ধ্যাতারায়, তুমি তো
শুনতে পাও তোমার সাম্যবাদীর গান
আজ 'নীরবে নিভৃতে কাঁদে' এই
বিশ্বলোকে! কবি আজ বদলে গেছে
যুগবাণী,জানি শোনাবে না আর
নতুন করে কোনো অমৃত বাণী; তাই
হে দুখু মিয়া,তোমার কাছে একটাই
নিবেদন,-- তোমার কবিতার মাধ্যমে
আমাদের অন্তরের প্রলয় শিখা উদ্দীপ্ত
করে ঘটাও আনন্দময়ীর আগমন।
0 মন্তব্যসমূহ