বালক ~ পিয়াংকী




পোস্ট বার দেখা হয়েছে

বালক

পিয়াংকী 



কুয়াশার কাছাকাছি এসেও ফিরে গেছে জনৈক 


বালকের চোখে দুই ভিন্ন প্রতিবিম্ব। 

বাঁয়ে বাঁশি হাতে রাখাল আর ডানে ইফতারি আয়োজন --

নিন্দুক জানে না এসব। সে কেবল অভাব দেখে


অথচ এই ঘনআশ্চর্য নিয়ে বেঁচে থাকা 

নৌকাবাহকের সামনে আদিঅন্ত খোলা মাঠ

বালক বিশ্বাস করে , রুটির দোকানও একটি আস্ত কবিতা হতে পারে

এতে সন্দেহ অথবা তিরস্কার কিছুই থাকার কথা নয়

তথাপি, লোকে বলে। 

 

বালক ভাবে, 

রুটি কি কবিতা হতে পারে না? 

অথবা কবিতা রুটি --


অজগর সন্ধ্যা আসে জলরাশি নিয়ে 

রোহিনী নক্ষত্রের পতনে খুলে যায় 'অগ্নিবীণা' র ঢাল


'বিষের বাঁশি' জিওনকাঠি নয় বলেই -

কাবেরীর জলে বালিকার খোঁজ করে সেই উন্মাদ


অন্যদিকে, অন্ধকার নিয়ে একা বেঁচে থাকেন একটি বালক-নজরুল

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ