পোস্ট বার দেখা হয়েছে
আগুন জ্বেলেছ কবি
দেবারতি গুহ সামন্ত
মানসিক অবসন্ন আমি
যখন ঘরের কোণে মুখ লুকাই,
হাত ঠেকে কবিতার বইয়ে,
নজরুলের লেখা কবিতা।
আচ্ছা,আমি কি
সুখের জেলখানায় বন্দী?
দুঃখবিলাস করাটা বুঝি আমার অভ্যেস!
সব পেয়েছির মাঝেও কি যেন নেই!
নজরুলের কবিতা পড়ছি,
ভেতরে ভেতরে ফুঁসছে বিদ্রোহ,
লোহার দরজা ভেদ করে আসছে আলো,
বাইরে নজরুল দাঁড়িয়ে,হাসি মুখে....
আমাকে বন্দীজীবন থেকে
উদ্ধার করার অপেক্ষায়,
হঠাৎ....
ঘুমটা ভেঙ্গে গেল এক অজানা দ্বীপে,
সারা অঙ্গে খেজুর পাতার আবরণ!
ভেসে আসছে রুম ঝুম ঝুম ঝুম ধ্বনি,
নিজেকে ঘর্মাক্ত অবস্থায় আবিষ্কার করি
অতি পরিচিত বিছানায়,
বুকে ওপর রাখা নজরুলের কবিতার বই।
এই তো,ভাঙ্গতে পেরেছি
সব পেয়েছির অবরুদ্ধ জেলখানা,
পরজন্মে নয়,এ জন্মেই হব আমি বিদ্রোহিণী,
যে আগুন আমার বুকে জ্বালিয়েছে কবি,
সে আর নিভবে না সহজে!
0 মন্তব্যসমূহ