পোস্ট বার দেখা হয়েছে
নজরুল স্মরণে
প্রিয়াঙ্কা রায় চৌধুরী সান্যাল
নবীন আকাশ ছুঁয়েছে তেরঙ্গা
তোমার স্বাধীন দেশ ছেড়েছে পরাজিত ইংরেজ,
নতুন শতাব্দী দেখেছে রোদ ঝলমলে স্বাধীন দেশের মাটিতে সাম্প্রদায়িক বিভাজন,
জাতের নামে বজ্জাতির লড়াইয়ে সামিল সমাজ!
সৃষ্টির বদলে ধ্বংস,
সম্প্রীতির বদলে যুদ্ধ!
যেদিন জাত-পাত, উচ্চ-নিচ, ধনী-দরিদ্র সবকটা বেড়া ভেঙে ভারত লড়েছিল এক হয়ে,
সমবেত শত-কোটি কণ্ঠে উচ্চারিত হয়েছিল সংগঠিত মাতৃ স্তুতি,
সেদিনই ছিলো ভারতের বিজয় দিবস।
তবু এ অভাগা দেশে ভাতের লড়াইটা কিন্তু আজও একই,
শোষণ-নিপীড়ন, সাম্রাজ্যবাদ-রাজনীতি-ঔপনিবেশিকতা টপকে তোমার সাম্যের সুরে আর সুর মেলায় না আমাদের স্বাধীন দেশ,
বিদ্রোহের আগুন নেভায় অন্ধ -কানুন, রক্ষণশীল সমাজ,
পঙ্কিল আবর্জনা হয়ে অন্ধ -আচার জীবিকা নির্বাহ করে অশিক্ষার বীজ বুকে,
অত্যাধুনিক মারনাস্ত্র শঙ্কা জাগায় প্রতিক্ষণে,
আজ এমন দিনে আমার শঙ্কিত কলম লেখে নিশ্চুপ ব্যর্থতার গাঁথা,
তোমার স্মরণে,
বিদ্রোহী হয় শতাধিক কারণে,
এ দেশটাকে আরো একবার জাগিও তোমার অগ্নিবীনার রুদ্র সুরের রাগিনীতে,
নজরুল জাগুক জাতির মননে।।
0 মন্তব্যসমূহ