পোস্ট বার দেখা হয়েছে
চেতনায় নজরুল
আফ্রূজা খাতুন
ঘোর অমানিশা চেতনার দিশা
একই আছো বিলকুল,
ঘাত প্রতিঘাতে শত প্রতিবাদে
আজো বেঁচে নজরুল!
শক্ত মুঠিতে রুজিতে রুটিতে
বিদ্রোহী পরিভাষা,
শ্রমজীবী বুকে স্বপ্ন অসুখে
শ্বাসত তুমি আশা!
ভন্ডামি খামে ধর্মের নামে
শিকল ভেঙেছো খান,
ধর্ম আফিম নেশা গেছে টুটে
টিকিতে দাড়িতে টান।
বিরহী মনের বেদন ক্ষণের
মরমী পরশ তুমি,
সময় স্রোতে সব গেছে ভেসে
তুমিই শক্ত ভূমি।
0 মন্তব্যসমূহ